• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

জয়ের পরেও বিশ্রামে নেই পাঁচ ক্রিকেটার

প্রকাশ: রবিবার, ৮ অক্টোবর, ২০২৩ ৪:০৮

জয়ের পরেও বিশ্রামে নেই পাঁচ ক্রিকেটার

অনলাইন ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয়ের পরে বিশ্রামেই কাটিয়েছেন বাংলাদেশ দলের অধিকাংশ ক্রিকেটার। তবে এর মধ্যেও কয়েকজন অংশ নেন জিম সেশনে।
রোববার (৮ অক্টোবর) মুশফিকুর রহিমের নেতৃত্বে ধর্মশালা স্টেডিয়ামে আসেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয় ও তানজিম সাকিব। এ সময় ফুরফুরে দেখা যায় ক্রিকেটারদের।

আরও পড়ুনঃ  লিনুর আত্মজীবনী প্রকাশ, ক্রীড়াঙ্গনের স্টল নেই বইমেলায়

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের রেশ তখনও কাটেনি। তবুও সকাল-সকাল স্টেডিয়ামে হাজির হন পাঁচ ক্রিকেটার। ব্যাট-বলের অনুশীলন নয়, জিম সেশনের জন্য মাঠে হাজির হন মুশফিক-তাসকিনরা। আফগান ম্যাচের একাদশে না থাকা শুধু তানজিম সাকিবই এসেছিলেন জিমে।
সকালে প্রায় দুই ঘন্টা জিমে ঘাম ঝরিয়েছেন ক্রিকেটাররা। চাইলেই তারা অন্যদের মতো হোটেলে বসে কিংবা বিশ্রাম নিয়েই কাটাতে পারতেন। কিন্তু নিজেদের তাড়না থেকেই হাজির হন মাঠে।

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে হৃদয়কে মাঠেই নামতে হয়নি। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য হয়তো তুলে রেখেছেন সেরাটা। ছন্দ ফিরে পাওয়া মুস্তাফিজও চনমনে। জিম সেশন থেকে সবার শেষে বের হয়েছেন তাসকিন। সদা হাস্যোজ্জ্বল ঢাকা এক্সপ্রেস বরাবরের মতোই বিনয়ী। যাওয়ার আগে দোয়া চেয়ে গেলেন পরের ম্যাচের জন্য।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675