অনলাইন ডেস্ক: বিয়ের ক্ষেত্রে পরিণীতি চোপড়ার পথেই হাঁটতে পারেন শ্রীদেবী কন্যা বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। বলি পাড়ায় এ অভিনেত্রীর বিয়ে নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। গুঞ্জনের ডাল পালা ছড়িয়েছে সম্প্রতি জাহ্নবীর একটি ভাইরাল হওয়া ভিডিও থেকে।
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, জাহ্ণবীকে তার প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে। এরপরই নেটিজেনদের ভাবনায় ভেসে আসতে শুরু করে জাহ্নবীর অতীত।
বলিউডের নতুন প্রজন্মের নায়িকা জাহ্নবী কাপুর। ২০১৮ সালে ‘ধড়ক’ ছবির মাধ্যমে সিনেমা দুনিয়ায় অভিষেক হয় তার। এরপর ধীরে ধীরে বলিপাড়ার পরিচিত মুখ হয়ে ওঠেন।
তারকা সন্তান ও ভালো অভিনেত্রী হওয়ার সুবাদে বলিউডে একের পর এক ছবিতে কাজ করছেন জাহ্নবী কাপুর। তবে তার অভিনয় জীবনের চেয়ে ব্যক্তিগত জীবন নিয়েই যেন বেশি উৎসাহ দর্শক ও অনুরাগীদের।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, প্রথম ছবিতে অভিনয় করার পরই অভিনেতা ঈশান খট্টরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন জাহ্নবী। তবে জাহ্নবীর জীবনে ঈশান এখন অতীত।
ঈশানের পর তার জীবনে আসে শিখর। ২০১৮ সাল থেকে দীর্ঘ ৫ বছর ধরে শিখর পাহাড়িয়ার সঙ্গেই চুটিয়ে প্রেম করছেন এই অভিনেত্রী। এমনটাই দাবি ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার।
শিখর পাহাড়িয়া ভারতের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি। দীর্ঘদিন ধরেই শিখরের সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন জাহ্নবী। অতীতে শিখরে সঙ্গে একটি চুমুর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। কিন্তু নায়িকা সেসময় ওই প্রসঙ্গ মিডিয়ায় এড়িয়ে গেছেন। জানিয়েছেন শিখর আর তার সম্পর্ক গুঞ্জন ছাড়া আর কিছু নয়।
এরপর মিডিয়ার অনেকের সঙ্গেই প্রেমের গুঞ্জন ওঠে জাহ্নবীর। যে কারণে অনেকটা আড়ালে পড়ে যায় শিখরের নাম। কিন্তু ইদানিং বেশকিছু পারিবারিক অনুষ্ঠানে শিখরের সঙ্গেই দেখা যাচ্ছে জাহ্নবী কাপুরকে।
একসঙ্গে ছুটি কাটাতে দেশের বিভিন্ন দর্শনীয় স্থানেও দেখা যাচ্ছে এই জুটিকে। সম্প্রতি তাদের একসঙ্গে দেখা গেল বিমানবন্দরে। এসময়
জাহ্নবীর পরনে ছিল গোলাপি পোশাক। কো-অর্ড সেট, সঙ্গে গোলাপি রঙা লম্বা ঝুলের শার্ট। অন্যদিকে, শিখরের পরনে হালকা নীল রঙের শার্ট, সঙ্গে জিন্স।
মুম্বাই বিমানবন্দরে এমন লুকেই দেখা গেছে তাদের। আলোচিত এই যুগল এক ফ্রেমে ধরা না দিলেও জাহ্নবীর মুখের হাসি থেকেই স্পষ্ট, তার ও শিখরের গন্তব্য একই। এরইমধ্যে তাদের সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে!
নেট দুনিয়ায় এমন ভিডিও ভাইরাল হওয়ার পরই নেটেজেনদের জল্পনা আরও বাড়িয়ে দিলেন নায়িকা। তবে কি পরিণীতি চোপড়ার পর জাহ্নবীও বিয়ে করতে যাচ্ছেন রাজনীতিবিদ পরিবারে, এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে জাহ্নবী ভক্ত আর নেটেজেনদের মনে।