• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

কার ডাকে বলিউডে ফিরছেন নয়নতারা?

প্রকাশ: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩ ৩:১০

কার ডাকে বলিউডে ফিরছেন নয়নতারা?

অনলাইন ডেস্ক: দক্ষিণী বিনোদন জগতের একমাত্র ‘লেডি সুপারস্টার’ তকমা পেয়েছেন নয়নতারা। রজনীকান্ত, কমল হাসান, নাগার্জুনের ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান শক্ত করেই বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি। আর শুরুতেই জুটি বেধে কাজ করেন বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে। ‘জওয়ান’ সিনেমার ‘চলেয়া’ গানের মাধ্যমে দর্শকদের মন কেড়েছে নয়নতারা। বলিউডের সিনেমায় আর কাজ না করতে চাওয়ার সিদ্ধান্ত থেকে নাকি সরে আসছেন এই নায়িকা!

প্রথম বলিউড সিনেমাতেই আকাশছোঁয়া সাফল্যের পরেই অভিনেত্রী সিদ্ধান্ত নেন তিনি আর কোনো বলিউড সিনেমা করবেন না। তবে শোনা যাচ্ছে, বলিউডে সিনেমা না করার সেই কঠোর প্রতিজ্ঞা নাকি ভাঙতে চলেছেন নয়নতারা।

আরও পড়ুনঃ  লজ্জাও করে না, অভিনেতা স্বামীকে প্রশ্ন স্ত্রীর

নেটিজেনদের মনে প্রশ্ন উঠেছে- কার জন্য তাহলে নয়নতারা তার সিদ্ধান্তে বদল আনছেন? কোন সিনেমায় এবার কাজ করবেন এ সুন্দরী।
ফিল্মফেয়ারের এক প্রতিবেদন অনুযায়ী, সঞ্জয় লীলা বানসালী পরবর্তী সিনেমা ‘বৈজু বাওরা’র কাজে মনোনিবেশ করেছেন। জানা গেছে, এ সিনেমায় আলিয়া ভাট ও রণবীর সিং মূল দুই চরিত্রে অভিনয় করবেন। এর বাইরে আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য নয়নতারাকে নেয়ার কথা চলছে বলে জানা গেছে।

ওই প্রতিবেদন থেকে আরও জানা যায়, ইতোমধ্যে ‘বৈজু বাওরা’ সিনেমার জন্য নয়নতারার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। প্রাথমিক পর্যায়ের আলাপ-আলোচনাও নাকি শেষ করেছেন বানসালী ও নয়নতারা। এখন শুধু আনুষ্ঠানিক চুক্তি বাকি।
সবশেষ রণবীর সিং ও আলিয়া ভাটের ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ সিনেমা মুক্তি পেয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675