ঢাকাThursday , 12 October 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

হামাস-ইসরায়েলের সংঘাত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতিগত ব্যর্থতারই ফল: পুতিন

Asha Mony
October 12, 2023 3:23 pm
Link Copied!

অনলাইন ডেস্ক: হামাস ও ইসরায়েলের সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইসরায়েল-হামাসের চলমান পাল্টাপাল্টি হামলায় প্রথমবারের মতো মুখ খুললেন তিনি। পুতিন বলেন, আমি মনে করি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের নীতিগত ব্যর্থতার কারণেই এই সংঘাতের সৃষ্টি হয়েছে। খবর পলিটিকো ও মস্কো টাইমসের।

চলতি সপ্তাহে মস্কোতে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানীর সাথে গাজায় চলমান এই সংঘাতের বিষয়ে আলোচনা করেন পুতিন। এ সময় এসব কথা বলে রুশ প্রেসিডেন্ট।

এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র এই সংঘাতে একচেটিয়া পন্থা অবলম্বনের চেষ্টা করেছিল। উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য হয় এমন কোনো উপায় বের করার ক্ষেত্রেও কোনো আগ্রহ ছিল না ওয়াশিংটনের। এর আগে, যত তাড়াতাড়ি সম্ভব শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ।

এদিকে, হামাস ও ইসরায়েলের এ সংঘাতে ইউক্রেনে মার্কিন সহায়তার পরিমাণ কমে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি। তিনি বলেন, এই যুদ্ধ এবং ক্রমবর্ধমান মৃত্যুর হার ইউক্রেন থেকে পশ্চিমা বিশ্বগুলোর দৃষ্টি সরিয়ে দিতে পারে। রাশিয়া চায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ হোক এবং সৃষ্ট এসব সমস্যা বিশ্বঐক্যকে ক্ষুণ্ন করে বিভেদ ও দ্বন্দ্ব বৃদ্ধি করতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।