• ঢাকা, বাংলাদেশ
  • ৯ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রুয়েটে শুরু হলো তিন দিনের আন্তর্জাতিক কনফারেন্স

প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ ৭:২৫

রুয়েটে শুরু হলো তিন দিনের আন্তর্জাতিক কনফারেন্স

স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘প্ল্যানিং, আর্কিটেকচার অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং’ বিষয়ক তিন দিনের আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে রুয়েট কেন্দ্রীয় অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অতিরিক্ত দায়িত্বের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।
রুয়েটের পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. নিয়ামুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য- রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর উত্তর ও পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী মো. জহিরুল ইসলাম ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ।
পুরকৌশল অনুষদের উদ্যোগে আয়োজিত এই আন্তর্জাতিক কনফারেন্সে দেশে ও বিদেশের প্ল্যানিং, আর্কিটেকচার, এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ক গবেষক, একাডেমিসিয়ান, শিক্ষাবিদ ও প্রকৌশলীসহ ২৫০ জনের অধিক অংশগ্রহণকারী অংশ নিচ্ছেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675