• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

চাপ সামলে মুশফিকের দুর্দান্ত ফিফটি

প্রকাশ: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ ৪:৪৯

চাপ সামলে মুশফিকের দুর্দান্ত ফিফটি

অনলাইন ডেস্ক: দলীয় রান ৬০ হওয়ার আগেই সাজঘরে চার ব্যাটার। গত দুই ম্যাচের মতো নিউজিল্যান্ডের বিপক্ষেও ব্যর্থ হয়েছে বাংলাদেশের টপঅর্ডার। সেখান থেকে দলের হাল ধরেছেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। দুই অভিজ্ঞ ব্যাটারের ব্যাটে চাপ সামলে উঠেছে টাইগাররা। মুশি তুলে নিয়েছেন দুর্দান্ত ফিফটিও।
শুক্রবার (১৩ অক্টোবর) চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে টপঅর্ডারের ব্যর্থতায় শুরুতেই চাপে পড়ে টাইগাররা।
শুরুটা লিটন দাসকে দিয়ে। জন্মদিনে প্রথম বলেই আউট হয়ে ফিরেছেন এই ওপেনার। ট্রেন্ট বোল্টের বলে লেগ সাইডে ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। লিটন আউট হওয়ার পর খানিকটা প্রতিরোধ গড়েছিলেন তানজিদ তামিম এবং মেহেদী হাসান মিরাজ।
লকি ফার্গুসনের বলে তানজিদ আউট হওয়াতে ভাঙে সেই প্রতিরোধ। ১৭ বলে ১৬ রান করে ফিরেছেন তরুণ এই ওপেনার। তানজিদ ফেরার পর দ্রুত সময়ের ব্যবধানে ফেরেন মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত।

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ

মিরাজকেও ফিরিয়েছেন ফার্গুসন। ফাইন লেগে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে ৩০ রান করেছেন তিনি। ১২ ওভারের মধ্যে তিন উইকেট হারানোর পর ১৩তম ওভারের প্রথম বলেই মিডউইকেটে ক্যাচ দিয়ে ফেরেন শান্ত।

আরও পড়ুনঃ  বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

দলীয় ৫৬ রানে ৪ উইকেট হারানোর পর মুশফিকুর রহিমকে নিয়ে প্রতিরোধ গড়তে শুরু করেন সাকিব। দুর্দান্ত ব্যাটিংয়ে ইতোমধ্যে ফিফটি তুলে নিয়েছে মুশফিক। সাকিব কিছুটা ধীরে ব্যাটিং করলেও রানের চাকা সচল রাখছেন মুশি।

সর্বশেষ সংবাদ

নতুন তথ্য উপদেষ্টা হলেন মাহফুজ আলম
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৫:০৫
‘জন্মদিনে মা পছন্দের খাবার রান্না করতেন’
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৫:০৫
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675