• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

গোদাগাড়ীতে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশ: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ ১০:৪৭

গোদাগাড়ীতে হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে জেলা ডিবি পুলিশের অভিযানে ৫০ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গত বৃহস্পতিবার (১২ অক্টোবর ) গোদাগাড়ী উজানপাড়া গ্রামে বিকেল ৫ টার দিকে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইনসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে রাজশাহী জেলার ডিবি পুলিশ। শুক্রবার বিকেলে গনমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ রফিকুল আলম।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোসা: শারমিন আক্তার @ শিলা (৩২)। সে রাজশাহী জেলার গোদাগাড়ী উজানপাড়া গ্রামের মো: রমজান আলীর স্ত্রী।

আরও পড়ুনঃ  পদ্মাপাড়ে মুখে স্কচটেপ প্যাঁচানো লাশটি ব্যবসায়ী বাসারের

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, রাজশাহী জেলার ডিবি পুলিশেল চৌকশ অফিসার এসআই মো: মাহবুব আলমের নেতৃত্বে একটি টিম গত বৃহস্পতিবার ( ১২ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে গোদাগাড়ী থানা এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই টিম জানতে পারেন, গোদাগাড়ী থানার উজানপাড়া গ্রামে মাদক কারবারি মোসা: শারমিন আক্তার এর বাড়ির মেইন গেইটের সামনে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয় করছিলো।

এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর নির্দেশে এসআই মো: মাহবুব আলমের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সসহ উজানপাড়া গ্রামে শিলার বাড়ির সামনে অভিযান পরিচালনা করে। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে ডিবি পুলিশ মাদক ব্যবসায়ী মোসা: শারমিন আক্তার @ শিলাকে আটক করে ও নারী পুলিশ দ্বারা তার দেহ তল্লাশি করে তার নিকট হতে একটি সাদা স্বচ্ছ পলিথিনে বাদামি বর্ণের গুড়া পদার্থ ৫০ গ্রাম হেরোইনসহ হাতে নাতে গ্রেপ্তার করে।

আরও পড়ুনঃ  অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হলো কথিত সাংবাদিক রানা

গ্রেপ্তারের পরে শারমিন র্দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িতো বলে ডিবি পুলিশের কাছে স্বীকার করে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত মোসা: শারমিন আক্তার @ শিলার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ  রমজানে পণ্যের সংকট হবে না-বিভাগীয় কমিশনার

উল্লেখ্য যে, অভিযুক্ত মোসা: শারমিন আক্তার @ শিলার সাথে তার ঔরশজার জমজ সন্তান মো: হাসান ও মো: হোসেন (উভয়ের বয়স ১ বছর ৪ মাস) সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রাজশাহী জেলায় মাদক নিয়ন্ত্রনে জেলা ডিবি পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম।

সর্বশেষ সংবাদ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675