• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আওয়ামী লীগ সভাপতির কার্যালয় পরিদর্শন করেছে মার্কিন প্রতিনিধি দল

প্রকাশ: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ ১১:০২

আওয়ামী লীগ সভাপতির কার্যালয় পরিদর্শন করেছে মার্কিন প্রতিনিধি দল

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল আজ ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় পরিদর্শন করেছে।
ইউএস ইনস্টিটিউট ফর পিস (ইউএসআইপি)-এর প্রতিনিধি এশা গুপ্তা, ড্যানিয়েল মার্ক এবং জিওফ্রে ম্যাকডোনাল্ডের সমন্বয়ে গঠিত তিন সদস্যের প্রতিনিধি দল শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় আওয়ামী লীগ অফিস পরিদর্শন করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান ফুলের তোড়া দিয়ে প্রতিনিধি দলকে স্বাগত জানান।
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এনাম আহমেদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, উপ-সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএস ইনস্টিটিউট ফর পিসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ড.শাম্মী আহমেদ জানান, আগামী নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি।
শাম্মী আহমেদ বলেন, বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
এই উপমহাদেশের রাজনৈতিক টানাপোড়েন, যা আন্তর্জাতিক পর্যায়েও যাচ্ছে, বাংলাদেশের ভূমিকা কী এবং আওয়ামী লীগের চিন্তাভাবনা কী তাও আলোচনায় উঠে এসেছে।
তিনি আরো বলেন, “তারা ভারত ও চীনের পাশাপাশি উপমহাদেশের দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক বিষয়ে জানতে চেয়েছে। আমরা এ বিষয়ে আমাদের অবস্থান জানিয়েছি।”-বাসস

আরও পড়ুনঃ  আপনাদের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই: শহিদুল ইসলাম বাবুল

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675