ঢাকাFriday , 13 October 2023
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. আরো
  6. এক্সক্লুসিভ নিউজ
  7. কবিতা
  8. কলাম
  9. কোভিড-১৯
  10. খুলনা
  11. খেলা
  12. চট্টগ্রাম
  13. চাকুরী
  14. চাঁপাইনবাবগঞ্জ
  15. জয়পুরহাট
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামী লীগ সভাপতির কার্যালয় পরিদর্শন করেছে মার্কিন প্রতিনিধি দল

Somoyer Kotha
October 13, 2023 11:02 pm
Link Copied!

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল আজ ধানমন্ডিতে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় পরিদর্শন করেছে।
ইউএস ইনস্টিটিউট ফর পিস (ইউএসআইপি)-এর প্রতিনিধি এশা গুপ্তা, ড্যানিয়েল মার্ক এবং জিওফ্রে ম্যাকডোনাল্ডের সমন্বয়ে গঠিত তিন সদস্যের প্রতিনিধি দল শুক্রবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় আওয়ামী লীগ অফিস পরিদর্শন করেন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান ফুলের তোড়া দিয়ে প্রতিনিধি দলকে স্বাগত জানান।
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এনাম আহমেদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, উপ-সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
ইউএস ইনস্টিটিউট ফর পিসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে ড.শাম্মী আহমেদ জানান, আগামী নির্বাচন নিয়ে কোনো কথা হয়নি।
শাম্মী আহমেদ বলেন, বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
এই উপমহাদেশের রাজনৈতিক টানাপোড়েন, যা আন্তর্জাতিক পর্যায়েও যাচ্ছে, বাংলাদেশের ভূমিকা কী এবং আওয়ামী লীগের চিন্তাভাবনা কী তাও আলোচনায় উঠে এসেছে।
তিনি আরো বলেন, “তারা ভারত ও চীনের পাশাপাশি উপমহাদেশের দেশগুলোর সঙ্গে আমাদের সম্পর্ক বিষয়ে জানতে চেয়েছে। আমরা এ বিষয়ে আমাদের অবস্থান জানিয়েছি।”-বাসস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।