• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

হামাসের সঙ্গে যুদ্ধের মধ্যেই ইসরায়েলের তথ্যমন্ত্রীর পদত্যাগ

প্রকাশ: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩ ১১:৪৮

হামাসের সঙ্গে যুদ্ধের মধ্যেই ইসরায়েলের তথ্যমন্ত্রীর পদত্যাগ

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের তথ্যমন্ত্রী গ্যালিত ডিসটেল অ্যাটবারিয়ান।

বৃহস্পতিবার এক এক্স বার্তায় এ তথ্য জানিয়েছেন গ্যালিত ডিসটেল নিজেই।এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

আরও পড়ুনঃ  নিউইয়র্ক থেকে দিল্লিগামী ফ্লাইটে নিরাপত্তা হুমকি, নামানো হলো রোমে

ইসরায়েলের তথ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে গ্যালিত ডিসটেল অ্যাটবারিয়ান বলেছেন, আমি তথ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, লিকুদ পার্টির একজন সদস্য নেতানিয়াহুর সরকারের এই মন্ত্রী।

পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু আমার প্রতি যে আস্থা রেখেছেন সেজন্য তাকে ধন্যবাদ জানাই। আমি নেসেট (ইসরায়েলি পার্লামেন্ট) থেকে আপনার (নেতানিয়াহু) সেবা করতে ফিরে যাচ্ছি।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প

অ্যাটবারিয়ানের বিভাগের ভূমিকা ছিল ইসরায়েলকে বিশ্বের কাছে ব্যাখ্যা করা। যদিও বিভাগটি এর দায়িত্বে কার্যকরী ভূমিকার রাখতে পারছিল না। এক সপ্তাহ আগে হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে এটি আরও বেশি তার গুরুত্ব হারিয়েছে।

আরও পড়ুনঃ  ২ ফিলিস্তিনি শিশুকে পেছন থেকে গুলি করে হত্যা করল ইসরায়েল

এমন পরিস্থিতিতে তথ্য মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ অর্থ জনসাধারণের অর্থের অপচয় হিসেবে উল্লেখ করে অ্যাটবারিয়ানে বলেছিলেন, এই অফিসটি দেশে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে না এবং দেশের ভালো আমার কাছে অন্য যেকোনো কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675