• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

‘চলো বাংলাদেশ কনসার্ট’ অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর

প্রকাশ: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩ ৬:২১

‘চলো বাংলাদেশ কনসার্ট’ অনুষ্ঠিত হবে ২০ অক্টোবর

অনলাইন ডেস্ক: বিশ্বকাপ উন্মাদনা বিশ্বজুড়ে। খেলা যেমনই হোক না কেন প্রাণের ক্রিকেট নিয়ে বাঙালির উচ্ছ্বাস আজন্ম। সেই উন্মাদনা আরও বাড়িয়ে দিতে আয়োজন করা হয়েছে কনসার্টের। মোবাইল নেটওয়ার্ক অপারেটর কোম্পানি গ্রামীণফোন এই কনসার্টটির আয়োজন করেছে।

গ্রামীণফোনের আয়োজনে আগামী ২০ অক্টোবর রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘চলো বাংলাদেশ কনসার্ট’ শিরোনামে এই কনসার্ট অনুষ্ঠিত হবে। এখানে সুরের ঝঙ্কার নিয়ে হাজির হবেন সবার প্রিয় গায়কেরা। এখানে গান পরিবেশনা করবেন, ওয়ারফেজ, আর্টসেল, ক্রিপটিক ফেইট, নেমেসিসের মতো দেশের জনপ্রিয় ব্যান্ড এবং সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, প্রীতম হাসান, রাফা ফিচারিং হাসান, পান্থ কানাই, ব্ল্যাক জ্যাং, আনিকা ও ডোরা।

আরও পড়ুনঃ  সাদী আমার জীবনের জন্য আশীর্বাদ : পরীমণি

জানা গেছে, কনসার্টটির রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। গ্রামীণফোন নম্বর দিয়ে মাইজিপি অ্যাপ থেকেই করা যাচ্ছে রেজিস্ট্রেশন। খোলা মাঠে এই আয়োজন উপভোগ করার জন্য অপেক্ষার প্রহর গুনছেন গানপ্রেমীরা।
কনসার্টটির বিষয়ে জানা গেছে, এই আয়োজন শুরু হবে আগামী ২০ অক্টোবর বিকাল ৪টা ২০ মিনিটে। দর্শকদের জন্য গেট খুলে দেয়া হবে ২টা ৪৫ মিনিটে। আর গেট বন্ধ হয়ে যাবে ৭টা ৩০ মিনিটে। নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675