অনলাইন ডেস্ক: আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শনিবার (১৪ অক্টোবর) ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে গিয়েছিলেন অনেকেই। এ সময় সেখানে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা, ঊর্বশী রাউতেলা, অরিজিৎ সিং সহ অনেকে। এদিকে এই ম্যাচ দেখতে গিয়ে ব্যক্তিগত ২৪ ক্যারেটের সোনার আইফোন হারিয়েছেন অভিনেত্রী উর্বশী রাউতেলা।
রোববার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ ঊর্বশী নিজেই এ ঘটনার কথা জানিয়েছেন।
পোস্টে অভিনেত্রী লেখেন, ‘আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আমার ২৪ ক্যারেটের সোনার আইফোনটি হারিয়ে গেছে। যদি কেউ এটির খোঁজ পান, দয়া করে সাহায্য করুন। যত শীঘ্রই সম্ভব আমার সঙ্গে যোগাযোগ করুন।’
এ ছাড়া ‘সনম রে’ খ্যাত অভিনেত্রী তার পোস্টে আহমেদাবাদ পুলিশকেও ট্যাগ করেছেন।
এর আগে শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন অভিনেত্রী। এ সময় তার পরনে ছিল নীল রঙের জামা।
ঊর্বশীর পোস্টে অনেকেই তাকে সহানুভূতি জানিয়ে কমেন্ট করেছেন। একজন লেখেন, ‘আশা করছি, তাড়াতাড়ি আপনি ফোন ফেরত পাবেন।’