• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

‘মুজিব’ দেখার আমন্ত্রণ তিশার

প্রকাশ: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ২:২০

‘মুজিব’ দেখার আমন্ত্রণ তিশার

অনলাইন ডেস্ক: সম্প্রতি ফারুকী-তিশা দম্পতি ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ নিয়ে দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসান গিয়েছিলেন। বুসান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে একমাত্র কন্যা ইলহামও সঙ্গে ছিল। আজ দেশে ফিরেই “মুজিব” দেখার আমন্ত্রণ জানালেন অভিনেত্রী।
সোশ্যাল হ্যান্ডেলে তিনি বলেন, ‘মাত্র দেশে আসলাম! ফোন অন করে সবার এত এত ম্যাসেজ দেখে মন ভরে গেল। আমার অভিনয় যদি আপনাদের এতোটুকুও ইমোশনাল করে থাকে তাহলে আমি কৃতজ্ঞ।’

আরও পড়ুনঃ  উর্বশীর গালে হঠাৎ চুম্বন ওরির!

মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটি নিয়ে অভিনেত্রী বলেন, ‘ছবিটা করার সময় অনেক পরিশ্রম করতে হয়েছে সবাইকে! আমরা এই পরিশ্রমটা করি আপনাদের কাছ থেকে এই প্রতিক্রিয়া পাওয়ার জন্য! শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমা “মুজিব” চলছে আপনার কাছের হলে! সবাইকে দেখার আমন্ত্রণ!! লাভ ইউ অল!

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি শুক্রবার (১৩ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সারা দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে সিনেমাটি।
https://www.facebook.com/TishaBDactressOfficial/posts/879478753539473?ref=embed_post
সিনেমাটিতে বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের পরিণত বয়সের চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তার মতে, ‘সিনেমাটির মাধ্যমে সবাই জানতে পারবে বঙ্গবন্ধুর সফলতার পেছনে শেখ ফজিলাতুন্নেছার কতটা অবদান রয়েছে। মানুষ দারুণ একজন মহীয়সী নারীকে চিনবে ও জানবে’।

আরও পড়ুনঃ  প্রেম করতে ১ কোটি ২৫ লাখ টাকার গাড়ি অফার করেছিল

প্রসঙ্গত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার চলচ্চিত্র। সিনেমার পরিচালক ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল।

এতে মুজিব চরিত্রে আরিফিন শুভ ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ, তৌকীর আহমেদ, নুসরাত ইমরোজ তিশা, নুসরাত ফারিয়া, চঞ্চল চৌধুরী, রাইসুল ইসলাম আসাদসহ শতাধিক শিল্পী।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675