অনলাইন ডেস্ক: চলতি বছরে পরপর দুই সিনেমায় দুর্দান্ত সাফল্যের পর অজ্ঞাত কিছু ব্যক্তিদের থেকে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। বিষয়টি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।
অভিনেতার অভিযোগের ভিত্তিতে শাহরুখের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মহারাষ্ট্র সরকার। এখন থেকে তাকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা হবে।
Royalty: King Sized! 👑❤️
King Khan spotted leaving his palace #Mannat to attend the KKHH event earlier ✨❤️@iamsrk#25YearsOfKKHH #ShahRukhKhan #RaniMukerji #KaranJohar pic.twitter.com/t6fZCBFnCB
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) October 15, 2023
অভিনেতার অভিযোগের ভিত্তিতে শাহরুখের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে মহারাষ্ট্র সরকার। এখন থেকে তাকে ‘ওয়াই প্লাস’ ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা হবে।