• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আটচল্লিশ বছর পর এসে আমরা এমন সিনেমা বানাতে পারলাম: সিয়াম

প্রকাশ: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩ ৫:১৭

আটচল্লিশ বছর পর এসে আমরা এমন সিনেমা বানাতে পারলাম: সিয়াম

অনলাইন ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ এটি ইতিহাসের পাতায় বর্ণীল স্বাক্ষী হয়ে থাকবে। সিনেমাটিতে ইতিহাসের নানা বিষয় জানা যাবে। তবে সিনেমা মুক্তির আগে অভিনেতা সিয়াম আহমেদ বলেছেন এটি আরও আগে বানানোর গুরুত্বের কথা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ ১৩ অক্টোবর (শুক্রবার) থেকে প্রেক্ষাগৃহে চলছে। সারা দেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে সিনেমাটি উপভোগ করছেন দর্শকরা।’

সিয়াম আহমেদ তার ভেরিফায়েড ফেসবুকে বলেছেন, ‘মুজিব’ অসম্ভব বড় স্কেলের একটা ছবি, বড় আয়োজনের ছবি। কিন্তু আমার কাছে এসবের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, এই সিনেমাটা আমাদের জাতির জনকের বায়োপিক।’

আরও পড়ুনঃ  প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না, সে আমার শত্রু : প্রভা

অভিনেতা আরও বলেন, ‘সপরিবারে শহীদ হবার আটচল্লিশ বছর পর এসে আমরা তাকে নিয়ে একটা পূর্ণাঙ্গ সিনেমা বানাতে পারলাম। এই সিনেমার খুব ছোট্ট একটা অংশ হিসেবে আমিও আছি, আমার জন্য এটা অন্যরকম ভালো লাগার একটা ব্যাপার।’

অসম্ভবকে সম্ভব করা নিয়ে অভিনেতা বলেন, ‘সিনেমার সঙ্গে জড়িত প্রত্যেকটা মানুষ অসম্ভবকে সম্ভব করেছেন, নিজেদের সর্বোচ্চটা উজাড় করে দিয়েছেন প্রতি মুহূর্তে।

আর্টিস্টদের নিয়ে সিয়াম আহমেদ জানালেন, ‘শুভ ভাইয়া থেকে শুরু করে সিনিয়র বা জুনিয়র যত আর্টিস্ট ছিলেন, তাদের কেউই এটাকে ‘একটা সিনেমা’ হিসেবে ট্রিট করেননি, একটা প্যাশন প্রোজেক্ট হিসেবে ট্রিট করতে দেখেছি সবাইকে। ‘মুজিব’ আমাদের কাছে সিনেমার চেয়ে অনেক বড় কিছু।’

আরও পড়ুনঃ  নিজ বাড়িতে গুলিবিদ্ধ অভিনেতা আজাদ, আহত মা ও স্ত্রী

উল্লেখ্য, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এর নির্মাণ ব্যয় ৮৩ কোটি টাকা। বাংলাদেশ মোট অর্থের ৫০ কোটি ও ভারত ৩৩ কোটি টাকা দিয়েছে।

সিনেমাটিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। খন্দকার মোশতাক আহমদের চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। কিশোর শেখ মুজিব চরিত্রে অভিনয় করেছেন দিব্য জ্যোতি।
https://www.facebook.com/photo.php?fbid=885195366307362&set=a.200377464789159&type=3&ref=embed_post
এ ছাড়া রেণু (শেখ ফজিলাতুন্নেছা মুজিব) চরিত্রে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া, শেখ রেহানা চরিত্রে সাবিলা নূর, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী চরিত্রে রাইসুল ইসলাম আসাদ, তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ, এ কে ফজলুল হক চরিত্রে শহীদুল আলম সাচ্চু, টিক্কা খান চরিত্রে জায়েদ খানসহ অনেকেই অভিনয় করেছেন।

আরও পড়ুনঃ  উর্বশীর গালে হঠাৎ চুম্বন ওরির!

অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ (লুৎফর রহমান), দিলারা জামান (সাহেরা খাতুন), সায়েম সামাদ (সৈয়দ নজরুল ইসলাম), প্রার্থনা ফারদিন দীঘি (ছোট রেনু), গাজী রাকায়েত (আবদুল হামিদ), তৌকীর আহমেদ (সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শওকত মিয়া), মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান) ও এলিনা (বেগম খালেদা জিয়া)।

সিনেমাটিতে ভারতীয় শিল্পীদের মধ্যে রয়েছেন শ্রীজা ভট্টাচার্য, রাজেন মোদি, দেবাশীষ নাহা, সোমনাথ, কৃষ্ণকলি গাঙ্গুলি, আবির সুফি, অরুণাংশু রায় প্রমুখ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675