অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে নাটকীয় ব্যাটিং ধসের ফলে মাত্র ২০৯ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। লঙ্কানরা তাদের শেষ ১০ উইকেট হারিয়েছে মাত্র ৮৪ রানে। অল্প পুঁজির লক্ষ্যে ব্যাট করতে নামার আগে লখনৌতে শুরু হয়েছে বৃষ্টি। যার কারণে মাঠে নামতে পারছে না অজিরা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নিসাঙ্কা এবং কুশল পেরেরার ওপেনিং জুটি থেকে আসে ১২৫ রান। তবে এরপরই শুরু হয় শ্রীলঙ্কার নাটকীয় ব্যাটিং ধস। শেষ পর্যন্ত ২০৯ রানেই অলআউট হয়ে যায় লঙ্কানরা। শ্রীলঙ্কার হয়ে ৭৮ রান করেন কুশল পেরেরা। আর নিসাঙ্কার ব্যাট থেকে আসে ৬১ রান।
এদিকে প্রথম দুই ম্যাচে বাজে বোলিং করলেও, লঙ্কানদের বিপক্ষে স্টার্ক-জাম্পারা দারুণ বোলিং করেছেন। এদিন ফিল্ডিংয়েও অস্ট্রেলিয়া ছিল দুর্দান্ত। অজিদের হয়ে ৪ উইকেট পেয়েছেন অ্যাডাম জাম্পা। দুইটি করে উইকেট পেয়েছেন স্টার্ক এবং কামিন্স। একটি উইকেট গিয়েছে ম্যাক্সওয়েলের ঝুলিতে। আর একটি রান আউট হয়েছে।
২১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার আগে বৃষ্টির বাঁধায় আপাতত খেলা বন্ধ রয়েছে। ম্যাচের মাঝেও একবার বৃষ্টির কারণে কিছুক্ষণ খেলা বন্ধ ছিল