স্টাফ রিপোর্টার: জলবায়ু ন্যায্যতার দাবিতে রাজশাহীতে সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা থেকে বরেন্দ্র অঞ্চলের জন্য জলবায়ু তহবিল ছাড় এবং তা কার্যকরভাবে জনগোষ্টীর ক্ষতিপূরণে ব্যয় করার দাবি জানানো হয়েছে। ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরাম এ কর্মসূচির আয়োজন করে। এতে যুবকরা ধনী দেশগুলোর প্রতি জলবায়ু ন্যায্যতার দাবি তুলে ধরেন।
সিক্সিট্রিন ডে মগ্লোবাল ক্যাম্পেইনের অংশ হিসেবে রাজশাহী মহানগরীর আলুপট্টিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ যুব সংগঠনের প্রায় ৫০ জনের বেশি তরুণ সাইকেল শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রার শুরুতে বক্তব্য রাখেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি শাইখ তাসনীম জামাল, উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারিসকের গবেষক শহিদুল ইসলাম প্রমুখ।