• ঢাকা, বাংলাদেশ
  • ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নগরীর ৭৯ পূজামণ্ডপকে অনুদান

প্রকাশ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ ৭:১৮

নগরীর ৭৯ পূজামণ্ডপকে অনুদান

স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) আয়োজনে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটি, মন্দির ও ক্লাবের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভা অনুুষ্ঠিত হয়েছে। এ সভা থেকে রাসিকের পক্ষ থেকে ৭৯টি পূজামণ্ডপকে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। প্রধান অতিথি ছিলেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সভায় মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অসাম্প্রদায়িক দেশ। দেশে প্রত্যেক ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করেন। আমরা ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই নীতিতে বিশ্বাসী।এবার আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, রাসিকের পক্ষ থেকে সকল মন্ডপে সার্চ লাইটের মাধ্যমে আলোকায়ন করা হবে। প্রতিমা বিসর্জনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারী বরাদ্দের পাশাপাশি রাসিকের পক্ষ থেকে প্রতিটি পূজা মন্ডপকে ২০ হাজার করে টাকা প্রদান করা হলো।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে মতনিনিময় সভায় বক্তব্য দেন- রাসিকের ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, হিন্দু ধর্মীয় কল্যান স্ট্রাস্টের ট্রাস্টি তপন কুমার সেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের রাজশাহী মহানগরের সভাপতি শরৎ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী প্রমুখ।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675