• ঢাকা, বাংলাদেশ
  • ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহীর দুই বেকারীকে ২২ হাজার টাকা জরিমানা

প্রকাশ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩ ৭:৪৬

রাজশাহীর দুই বেকারীকে ২২ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: উৎপাদিত পণ্যের অনূকুলে মান রাষ্ট্রায়াত্ব নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) এর সিএম লাইসেন্স না রাজশাহীর চারঘাট উপজেলার দুটি বেকারী প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয় যৌথভাবে মঙ্গলবার এ অভিযান পরিচালনা করে।
অভিযানে চারঘাটের বাবুপাড়া এলাকার সুমাইয়া বেকারীকে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা ও পাটিয়াকান্দী বাজারের ভাইজান বেকারীকে ১২ হাজার টাকা জরিমানা করেন। বেকারিগুলো থেকে জব্দ করা স্যাকারিন ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট আদালতের নির্দেশে বিনষ্ট করা হয়। এছাড়া উপজেলা সদরের শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারকে তাদের দইয়ের অনুকূলে ১৫ দিনের মধ্যে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানজুরা মুশাররফ।
প্রসিকিউটর হিসেবে আদালতকে সহযোগিতা করেন বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তা এএফএম হাসিবুল হাসান। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675