সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী চারুকলা বিদ্যালয়ের অধ্যক্ষ। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।
সৌজন্য সাক্ষাৎ এর শুরুতে রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের হতে গ্রাম বাংলার কারু কাজের চিত্র তুলেদেন রাজশাহী চারুকলা বিদ্যালয়ের অধ্যক্ষ দিলারা আক্তার বানু ও সহকারী আশরাফুল হক রিপন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান, চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব ফজলে এলাহী সোহেলসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।