• ঢাকা, বাংলাদেশ
  • ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শাহিন আফ্রিদির জ্বর

প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ ৩:৪৫

শাহিন আফ্রিদির জ্বর

অনলাইন ডেস্ক: জোড়া জয়ে বিশ্বকাপ শুরু করলেও ভারতের কাছে শোচনীয় হারের পর প্রবল চাপে রয়েছে পাকিস্তান। এর মধ্যে জ্বরের কবলে পড়েছেন দলের পেস আক্রমণের সেনাপতি শাহিন শাহ আফ্রিদি।
স্পিনার উসামা মিরও কয়েকদিন জ্বরে ভুগেছেন। তবে স্বস্তির বিষয় হলো, দুজনই সেরে ওঠার পথে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ ম্যাচের ১০ দিন আগেই ভেন্যুতে ভারত, ঘাম ঝরাচ্ছেন ছেত্রীরা

মঙ্গলবার বেঙ্গালুরুতে পাকিস্তান দলের অনুশীলন বাতিলের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর দেশটির কয়েকটি গণমাধ্যম জানিয়েছিল, সংক্রামক রোগ ছড়িয়ে পড়েছে পাকিস্তান শিবিরে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের হয়ে কত নম্বর জার্সি পরে খেলতে চান হামজা

মঙ্গলবার বিকালে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে পিসিবির একজন মুখপাত্র জানান, ‘গত কয়েকদিন কিছু খেলোয়াড় জ্বরে ভুগলেও তাদের অধিকাংশই সেরে উঠেছেন। কোনো সংক্রামক রোগ ছড়িয়ে পড়েনি দলে। এ নিয়ে উদ্বেগের কিছু নেই।’

আরও পড়ুনঃ  ৫০ চার ২২ ছক্কায় ৪০৪, দেশের ক্রিকেটে মুস্তাকিমের নতুন ইতিহাস

পরে জানা যায়, দিনের বদলে কাল সন্ধ্যার পর অনুশীলন করেছে পাকিস্তান দল। সেরা ছন্দে না থাকা শাহিন জ্বরের ধকল সামলে পরের ম্যাচে খেলতে পারবেন বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। শুক্রবার বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675