অনলাইন ডেস্ক: জোড়া জয়ে বিশ্বকাপ শুরু করলেও ভারতের কাছে শোচনীয় হারের পর প্রবল চাপে রয়েছে পাকিস্তান। এর মধ্যে জ্বরের কবলে পড়েছেন দলের পেস আক্রমণের সেনাপতি শাহিন শাহ আফ্রিদি।
স্পিনার উসামা মিরও কয়েকদিন জ্বরে ভুগেছেন। তবে স্বস্তির বিষয় হলো, দুজনই সেরে ওঠার পথে।
মঙ্গলবার বেঙ্গালুরুতে পাকিস্তান দলের অনুশীলন বাতিলের গুঞ্জন ছড়িয়ে পড়ার পর দেশটির কয়েকটি গণমাধ্যম জানিয়েছিল, সংক্রামক রোগ ছড়িয়ে পড়েছে পাকিস্তান শিবিরে।
মঙ্গলবার বিকালে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে পিসিবির একজন মুখপাত্র জানান, ‘গত কয়েকদিন কিছু খেলোয়াড় জ্বরে ভুগলেও তাদের অধিকাংশই সেরে উঠেছেন। কোনো সংক্রামক রোগ ছড়িয়ে পড়েনি দলে। এ নিয়ে উদ্বেগের কিছু নেই।’
পরে জানা যায়, দিনের বদলে কাল সন্ধ্যার পর অনুশীলন করেছে পাকিস্তান দল। সেরা ছন্দে না থাকা শাহিন জ্বরের ধকল সামলে পরের ম্যাচে খেলতে পারবেন বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। শুক্রবার বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান।