• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সংগ্রাম করছেন গাজার চিকিৎসকরা

প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ ১১:১৯

সংগ্রাম করছেন গাজার চিকিৎসকরা

অনলাইন ডেস্ক: সাধারণ রোগীসহ ইসরায়েলি হামলায় আহতদের চিকিৎসা দিতে রীতিমতো সংগ্রাম করে যাচ্ছেন গাজা উপত্যকার চিকিৎসকরা। না তাদের হাতে আছে ব্যাপক সরবরাহ, না সঠিক সময়ে পাচ্ছেন অস্ত্রোপচারের সরঞ্জাম।
বাধ্য হয়ে হাসপাতালের মেঝেতে রোগীদের রেখে সেবা দিয়ে যাচ্ছেন তারা।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) এক প্রতিবেদনে এ তথ্য দিয়েছে। খবরে বলা হয়েছে, গাজার যে চিকিৎসকরা রোগীদের সেবা দিচ্ছেন তারা রীতিমতো সংগ্রাম করে যাচ্ছেন। তারা হাসপাতালে হামলার পর বেঁচে যাওয়া ব্যক্তিদের বাঁচাতে সংগ্রাম করছেন।

আরও পড়ুনঃ  তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় : ট্রাম্প

চিকিৎসকরা ক্রমবর্ধমান চিকিৎসা সরবরাহের মুখোমুখি। বাধ্য হয়ে তারা হাসপাতালের মেঝেতে রোগী রেখে অস্ত্রোপচার করেন। প্রতিনিয়ত অ্যানেস্থেসিয়া ছাড়া তারা অপারেশন করছেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ইসরায়েলিদের চালানো হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আল-আহলি আরব হাসপাতাল। বহু মানুষ মারা গেছেন। সংখ্যাটি ৫০০; তাদের মধ্যে পুরুষ ও শিশুই বেশি। যারা বেঁচে গেছেন, ঢাল-তলোয়ার ছাড়াই তাদের বাঁচাতে মরিয়া চিকিৎসকরা।

আরও পড়ুনঃ  পাকিস্তান-বাংলাদেশ বাণিজ্য ছাড়াল ১০০ কোটি মার্কিন ডলার

ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনি ‘জঙ্গিদের’ ভুল রকেট পরিচালনায় ঘটনাটি ঘটেছে বলে দাবি করছে।

এদিকে, হামলার পর ইসরায়েল সফর করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি নিজেও হামলার পেছনে তার বন্ধু ‘রাষ্ট্র’ নয় বরং অন্য কেউ জড়িত বলে উল্লেখ করেছেন। আবার তিনি ইসরায়েলে আসার পরপরই গাজা জুড়ে হামলার পর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশি গ্রেপ্তার

সার্বিক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে ক্ষোভ বাড়ছে। এটি ছড়িয়ে পড়তে শুরু করেছে। উত্তর আফ্রিকা জুড়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ শুরু হয়েছে। জর্ডানের পাশাপাশি তুরস্কের ইসরায়েলি দূতাবাস ও লেবাননে মার্কিন দূতাবাসের কাছেও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইরান, মরক্কো, তিউনিসিয়া, ইয়েমেন এবং ইরাকের লোকেরাও ক্ষোভ প্রকাশ করতে বিক্ষোভে নেমেছেন।

সর্বশেষ সংবাদ

এইচটিআই এর স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
ফাঁকা দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675