• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসছে!

প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩ ১১:৪৯

ভারতের বিপক্ষে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসছে!

অনলাইন ডেস্ক: বিশ্বকাপে টানা দুটি হারের পর বৃহস্পতিবার (১৯ অক্টোবর) স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বেলা আড়াইটায় টিম ইন্ডিয়ার মুখোমুখি হবে টাইগাররা। এ ম্যাচে পরিবর্তন নিয়ে নামতে পারে বাংলাদেশ। বুধবার (১৮ অক্টোবর) তেমন আভাসই দিলেন টাইগারদের কোচ চান্ডিকা হাথুরুসিংহে।
বিশ্বকাপের তিন ম্যাচের মধ্যে এখনও একটিতেও ক্লিক করতে পারেনি বাংলাদেশের ওপেনিং জুটি। আফগানিস্তানের বিপক্ষে দলীয় ১৯ রানে, ইংল্যান্ডের বিপক্ষে ১৪ রানে ও নিউজিল্যান্ডের বিপক্ষে কোনো রান তোলার আগেই প্রথম উইকেট হারিয়েছিল বাংলাদেশ।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

লিটন এক ম্যাচে ৭৬ রান করলেও তার সঙ্গী তানজিদ তামিম ব্যর্থ প্রতিটি ম্যাচে। তিন ম্যাচের কোনোটিতেই ২০-এর বেশি রান করতে পারেননি তিনি। বারবার ব্যর্থ হওয়া ওপেনিং জুটিতেই আসতে পারে পরিবর্তন। সে হিসেবে বাদ পড়তে পারেন তানজিদ তামিম। তার জায়গায় ওপেন করতে পারেন মেহেদী হাসান মিরাজ।
তামিম বাদ পড়লে মিডলঅর্ডারে সুযোগ মিলতে পারে শেখ মেহেদীর। এছাড়া অন্য পজিশনগুলো ঠিকঠাক থাকার কথাই। তবে সাকিব ইনজুরির কারণে খেলতে না পারলে তামিম একাদশে থাকতে পারেন, সেই সঙ্গে শেখ মেহেদীও।

আরও পড়ুনঃ  হাই-ভোল্টেজ লড়াইয়ে যে একাদশ নিয়ে নামতে পারে ভারত-পাকিস্তান

ভারতের বিপক্ষে যে বাংলাদেশের একাদশে পরিবর্তন আসতে পারে, সেই আভাস দিয়ে রেখেছেন হাথুরু। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে আমাদের পরিকল্পনা আছে। উইকেট ও প্রতিপক্ষ বিবেচনায় নিয়ে আমরা ভিন্ন দলীয় সমন্বয় নিয়ে নামতে পারি।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675