অনলাইন ডেস্ক: দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের নতুন সিনেমা ‘লিও’। মুক্তির প্রথম দিনেই বিভিন্ন রেকর্ড ভেঙে বক্স অফিসে গর্জন তুলেছে সিনেমাটি। এরই মধ্যে অগ্রিম টিকিট বিক্রিতে ‘জওয়ান’কে পেছনে ফেলে দিয়েছে এটি।
আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মুক্তি পাচ্ছে লোকেশ কঙ্গরাজ পরিচালিত ‘লিও’ সিনেমাটি
জানা গেছে, ভারতের পাশাপাশি যুক্তরাষ্ট্রেও ‘লিও’ সিনেমার প্রিমিয়ার শো-এর ব্যবস্থা করা হয়েছে। যেখানে একযোগে ১ হাজার ৭৫৫টি স্ক্রিনে প্রদর্শিত হবে সিনেমাটি। এর আগে ‘জওয়ান’ প্রদর্শিত হয়েছিল ১ হাজার ৬শ স্ক্রিনে। এতে করে মুক্তির দিনেই ভারতের বাইরে শাহরুখের ‘জওয়ান’কে পেছনে ফেলল বিজয়ের ‘লিও’।
এছাড়া বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের বরাতে জানা যায়, ‘লিও’ এরই মধ্যে ১৬ লাখ টিকিট বিক্রি করেছে। এর মাধ্যমে শাহরুখ খানের ‘জওয়ান’কে টপকে গেছে ‘লিও’। ‘জওয়ান’-এর অগ্রিম বুকিংয়ে টিকিট বিক্রি হয়েছিল ১৫.৭৫ লাখ।
এছাড়া মুক্তির প্রথম দুদিনের অগ্রিম টিকিট বাবদ শুধুমাত্র ভারতেই ‘লিও’ আয় করেছে ৭০ কোটি রুপি।
পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। ফলে অনেকেই মনে করছেন ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’-এর অনেক চরিত্র ‘লিও’ সিনেমায় দেখা যাবে।
টু ডি এবং আইম্যাক্সে হিন্দি, তামিল, তেলুগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পেয়েছে ‘লিও’। ৩শ কোটি রুপির বাজেটের সিনেমাটিতে বিজয় ছাড়াও অভিনয় করছেন তৃষা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন ও অর্জুনের মতো তারকারা।