• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ভারতকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩ ১১:৫৪

ভারতকে হারিয়ে সিরিজ জয় বাংলাদেশের

অনলাইন ডেস্ক: বুধবার (১৮ অক্টোবর) সিরিজ শেষে প্রধান অতিথি হিসেবে দুই দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি ওয়ানডে, একটি টি-টেন ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

এর মধ্যে টি-টেন ছাড়া সব ম্যাচে জয় লাভ করে বাংলাদেশ। এই আয়োজনে বাংলাদেশে খেলতে এসে অভিভূত ভারতীয় ক্রিকেটাররা।
ভারতীয় দলের অধিনায়ক জয়তি রাম বলেন, বাংলাদেশের মানুষ আত্মীয় পরায়ন। এখানে খেলতে এসে আমরা অনেক খুশি। ভবিষ্যতে আবারও খেলতে আসতে আগ্রহী।
খেলা দেখতে আসা হেলাল কবির, তানভীরসহ একাধিক দর্শক জানান, কারও একটি হাত নেই, কারও পায়ের সমস্যা। স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না। কেউ আবার একটি চোখেই দেখতে পান বা ভুগছেন জন্মগত শারীরিক ত্রুটি নিয়ে। তবুও মাঠে নেমে তারা মারছেন চার-ছক্কা, ভাঙছেন প্রতিপক্ষের স্ট্যাম্প। শারীরিক বাধা পেরিয়ে ক্রিকেটকে ভালোবেসে মাঠে নামা এ খেলোয়াড়দের খেলা দেখতে পেরে খুশি তারা।
বাংলাদেশ দলের অধিনায়ক মাহবুব জানান, সিরিজ জয়ে আমরা অনেক খুশি। আমাদের চাওয়া আগামীতেও যেন এ রকম খেলার আয়োজন করা হয়। যাতে আমরা আমাদের প্রতিভা দেখাতে পারি।

আরও পড়ুনঃ  নতুন বিশ্বরেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারাল অস্ট্রেলিয়া

লালমনিরহাট ইউনাইটেড গোল্ডেন সিটিজেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুহিন রায় বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিজেবল ক্রিকেট কমিটির অনুমোদনে আমরা এ আন্তর্জাতিক সিরিজটির আয়োজন করেছি।

আরও পড়ুনঃ  হাই-ভোল্টেজ লড়াইয়ে যে একাদশ নিয়ে নামতে পারে ভারত-পাকিস্তান

লালমনিরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু আহাদ খন্দকার লেলিন জানান, এ ধরনের সিরিজ ডিজেবল খেলোয়ারদের আগ্রহ ও অনুপ্রেরণা যোগাতে সাহায্য করবে। ভবিষ্যতে এ ধরনের খেলার আয়োজন করা হলে জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতা অব্যাহত থাকবে।
এর আগে গত শনিবার (১৩ অক্টোবর) থেকে সিরিজটি শেখ কামাল ষ্টেডিয়ামে শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে প্রথম ওয়ানডে ম্যাচটি পরিত্যক্ত হয়। পরে লালমনিরহাট সরকারি কলেজ মাঠে রোববার (১৪ অক্টোবর) সকালে সিরিজের উদ্বোধন করেন জেলা পরিষদ প্রশাসক মতিয়ার রহমান।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675