অনলাইন ডেস্ক : টালিউড থেকে বলিউড, ভিন্ন ভিন্ন চরিত্রে পর্দায় নিজেকে উপস্থাপন করে দর্শকদের মুগ্ধ করেছেন রাইমা সেন। বাংলা সিনেমার এই অভিনেত্রীকে এখন বেশিই দেখা যায় হিন্দী মাধ্যমে। কলকাতার সিনেমা বা সিরিজে তাকে দেখা যায়না বললেই চলে।
খুব বেছে বেছেই কাজ করেন বিখ্যাত অভিনেত্রী সুচিত্রা সেনের নাতনী রাইমা সেন। তিনি জানালেন শিগগিরই টালিগঞ্জে কাজ করতে চলেছেন। তবে কোনো সিনেমা নয়, একটি ওয়েব সিরিজের প্রধান চরিত্রে দেখা যাবে এই তাকে।
জানা গেছে, সম্প্রতি ‘কলঙ্ক’ নামে একটি নতুন ওয়েব সিরিজের প্রস্তাব পেয়েছেন রাইমা। একটি ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি হচ্ছে সিরিজটি। তবে এ বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করেননি নির্মাতারা। শুধু সিরিজের পোস্টারটি প্রকাশ্যে এসেছে।
জানা গেছে, ‘কলঙ্ক’ নামের এই সিরিজে নারী স্বাধীনতা বিষয়ক বার্তা থাকবে। ইতোমধ্যে এ সিরিজে চুক্তিবদ্ধ হয়েছেন রাইমা। পূজার পর শুরু হবে এর শুটিং।
উল্লেখ্য, গত মাসে মুক্তি পেয়েছে রাইমা অভিনীত সিনেমা ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ‘হ্যালো’ ও ‘রক্তকরবী’ ওয়েব সিরিজে দেখা গেছে তাকে।