অনলাইন ডেস্ক: বক্স অফিসে মুক্তির শুরুটা ভালোই করেছিলো দক্ষিণী সিনেমার অন্যতম নায়ক থালাপতি বিজয় অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘লিও’। কিন্তু মুক্তির দ্বিতীয় দিনেই যেন বক্স অফিসে ধস নামলো এই সিনেমার!
মুক্তির প্রথম দিন বিশ্বব্যাপী ১৪৬ কোটি রুপি আয় করে যেখানে সকল তামিল সিনেমার রেকর্ড ভেঙে ফেলেছিলো ‘লিও’ ছবিটি। সেখানে দ্বিতীয় দিনে ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে মাত্র ৬৫ কোটি! যা প্রথম দিনের আয়ের তুলনায় প্রায় ৫০ শতাংশ কমেছে। যা রীতিমত ছবিটির বক্স অফিস আয়ের পতনের লক্ষণ হিসেবে দেখছেন অনেকে! কিন্তু কেন এই হাল হলো বিজয়ের মত সুপারস্টারের সিনেমার!
এই বিষয়ে চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞ মনোবালা বিজয়বালান মত প্রকাশ করে জানিয়েছেন যে, “ছবিটিকে ঘিরে নেতিবাচক রিভিউয়ের কারণেই এর আয় ‘হ্রাস’ করেছে।” শুধু তাই নয়, আয় ‘হ্রাস’ পাওয়ায় আগামীকাল থেকেই তামিলনাড়ু বাহিরে ‘লিও’র স্ক্রিন কমানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এর আগে মুক্তির দিনই ‘লিও’ ছবির চিত্রনাট্য ‘দুর্বল’ বলে দাবি জানিয়েছিলেন দর্শক-সমালোচকদের অনেকেই। যার প্রভাবও পড়েছে এর আয়ে।
ছবিটির প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে চলচ্চিত্র বিশ্লেষক আনন্দ সুরেশ ছবিতে বিজয়ের অভিনয়ের প্রশংসা জানিয়ে বলেছেন যে, ছবির চিত্রনাট্য ও পরিচালনার দিক থেকে কমতি রয়েছে। তিনি তার পর্যালোচনাতে আরও বলেছেন যে, “যদিও চলচ্চিত্রটি একটি শক্তিশালী নোটে শুরু হয়েছিল, কিন্তু চিত্রনাট্য অনুসারে এটি দ্বিতীয়ার্ধে খুব একটি আকর্ষণ করতে পারেনি।”
এদিকে বিশ্বব্যাপী আয়ের দিকে থেকে ‘লিও’ তেমন প্রভাব ফেলতে না পারলেও দক্ষিণের বাজারে ইতোমধ্যেই রেকর্ড গড়েছে ছবিটি। প্রথম দিনের আয়ের দিক থেকে ইতোমধ্যেই সকল তামিল সিনেমার রেকর্ড ভেঙে ফেলেছে ছবিটি!
পরিচালক লোকেশ কঙ্গরাজের ‘লোকেশ সিনেমাটিক ইউনিভার্স’-এর তৃতীয় কিস্তি ‘লিও’। ফলে অনেকেই মনে করছেন ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’-এর অনেক চরিত্র ‘লিও’ সিনেমায় দেখা যাবে।
৩০০ কোটি বাজেটের সিনেমাটিতে বিজয় ছাড়াও অভিনয় করছেন তৃষা কৃষ্ণান, সঞ্জয় দত্ত, প্রিয়া আনন্দ, গৌতম মেনন, অর্জুনের মতো তারকা।