• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মাদক উদ্ধারে গিয়ে মিলল বিদেশি অস্ত্র, গ্রেফতার ১

প্রকাশ: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ ২:২৩

মাদক উদ্ধারে গিয়ে মিলল বিদেশি অস্ত্র, গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলা থেকে বিদেশি পিস্তল ও ওয়ান শুটারগানসহ মো. আলামীন (২৬) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব-৫-এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রোববার রাত ১০টার দিকে বাঘার আলাইপুর এলাকায় এ অভিযান চালায়। র‍্যাব-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  বগুড়ার সোনাতলায় পাঁচ দিনব্যাপী সন্যাসীর মেলা শেষ হলো

গ্রেফতার মো. আলামীনের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ইয়াজপুর গ্রামে।

লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, আলাইপুর মধ্যপাড়া গ্রামে এক ব্যক্তি অবৈধ মাদকসহ অবস্থান করছেন। এ খবর পাওয়ামাত্র র‍্যাব সদস্যরা সেখানে যান। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আলামীন দৌড়ে পালানোর চেষ্টা করেন। র‍্যাব সদস্যরা তাঁকে আটকের পর তল্লাশি করলে তাঁর কাছে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি পাওয়া যায়। এ ঘটনায় আলামীনের বিরুদ্ধে বাঘা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ  লফস এর আয়োজনে খেলার মাঠ, পার্ক ও উম্মুক্ত স্থানের বাজেট বরাদ্দ বিষয়ে আলোচনা সভা

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675