অনলাইন ডেস্ক: বিশ্বকাপের ২৩তম ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন প্রোটিয়া অধিনায়ক। এই ম্যাচে বাংলাদেশ দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।
ওয়ানডে পরিসংখ্যান আফ্রিকানদের পক্ষেই কথা বলে। এখন পর্যন্ত বাংলাদেশ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছে মোট ২৪টি ম্যাচ। এরমধ্যে প্রোটিয়ারা জিতেছে ১৮টি ম্যাচ। আর বাংলাদেশ জিতেছে মাত্র ৬টি।
নিজ দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা জয়লাভ করেছে ১০টি ম্যাচে। আর সেখানে বাংলাদেশ নিজেদের মাটিতে জিতেছে মাত্র দুইটি ম্যাচে। বিদেশের মাটিতে আফ্রিকা জিতেছে ৭ ম্যাচে। আর বাংলাদেশ সেখানেও ২ ম্যাচে জিতেছে। অবশ্য নিরপেক্ষ ভেন্যুতেই একমাত্র বাংলাদেশের জয়ের পাল্লা ভারী। নিরপেক্ষ ভেন্যুতে দুই দল খেলেছে মোট ৩টি ম্যাচ। এর মধ্যে বাংলাদেশ জিতেছে দু’বার আর দক্ষিণ আফ্রিকা জিতেছে একবার। আর ওয়ানডে বিশ্বকাপের পরিসংখ্যানেও বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার পরিসংখ্যান সমানে সমান। যে দল আজকের ম্যাচে জিতবে সেই দল বিশ্বকাপের পরিসংখ্যানে এগিয়ে যাবে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ দল। সাকিব ফিরেছেন তাওহীদ হৃদয়ের জায়গায়। এদিকে দক্ষিণ আফ্রিকা দলেও একটি পরিবর্তন রয়েছে। এনগিডির জায়গায় দলে জায়গা পেয়েছেন লিজাদ উইলিয়ামস।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদুল্লাহ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), রেজা হেন্ড্রিক্স, রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লিজাদ উইলিয়ামস