অনলাইন ডেস্ক : প্রায় দুই মাস লোকচক্ষুর আড়ালে চলে যাওয়া চীনের প্রতিরক্ষামন্ত্রী লি সাংফুকে আনুষ্ঠানিকভাবে বরখাস্ত করার ঘোষণা দিয়েছে দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ। প্রতিরক্ষামন্ত্রীর পদের পাশাপাশি স্টেট কাউন্সিলর পদ থেকেও সরিয়ে দেয়া হয়েছে তাকে। মঙ্গলবার চীনা সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রায় দুই মাস ধরে কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না চীনের প্রতিরক্ষামন্ত্রী লি সাংফুর। এনিয়ে পশ্চিমা মিডিয়া দারুণ সব গুজব ছড়াতে থাকে। লি সাংফু বেঁচে আছেন কিনা, এনিয়েও সংশয় প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদ ও গণমাধ্যমগুলো। এমন পরিস্থিতির মধ্যেই তার বরখাস্তের খবর আসলো।
ফরাসি বার্তা সংস্থা এএফপি মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রীকে স্থায়ী অপসারণের পাশাপাশি পদচ্যুত হওয়া সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শীর্ষ নেতৃত্বে রদবদলের অংশ হিসেবে এমনটি করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর মতো প্রতিরক্ষামন্ত্রীকেও সরিয়ে দেওয়া হয়েছে। তবে এই পদে এখনও নতুন কাউকে নিয়োগ দেয়া হয়নি। ফলে প্রতিরক্ষামন্ত্রীর পদ কার্যত শূন্যই রয়েছে। দ্য ন্যাশনাল পিপলস কংগ্রেসের ১৪তম স্থায়ী কমিটির ষষ্ঠ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
গত এপ্রিলে আড়ালে যাওয়ার পর চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকে পদচ্যুত করা হয়। এর মাধ্যমে বেইজিংয়ে সম্ভাব্য অশান্তি স্পষ্ট হয়। একই মাসে চীনের রকেট ফোর্সের সাবেক প্রধান লি ইউচাওকেও অপসারিত করা হয়। এই ফোর্স দেশটির পারমাণবিক অস্ত্রাগারের তদারকি করে।
সম্প্রতি প্রেসিডেন্ট শি জিনপিং সরকারে বড় রদবদল করা হয়। তারই অংশ হিসেবে বাদ পড়েন পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং ও প্রতিরক্ষামন্ত্রী লি সাংফু। কিন্তু বিষয়টি সরকার পক্ষ থেকে রহস্যজনকভাবে গোপন রাখা হয়। সে সঙ্গে বেশ কিছুদিন ধরে তাদের প্রকাশ্যে দেখা না যাওয়ায় তারা ‘নিখোঁজ’ বলে খবর ছড়িয়ে পরে।
গত আগস্টে একটি নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে মস্কো গিয়েছিলেন লি সাংফু। গত ১৫ আগস্টের ওই সম্মেলনের ঠিক দুই দিন পরে লি’র কয়েকটি ছবি প্রকাশ করে বেলারুশ সরকার। ওই ছবিতে দেখা যায়, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করছেন লি সাংফু।