অনলাইন ডেস্ক: বিশ্বকাপে দিনের একমাত্র ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে নেদারল্যান্ডস। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অজি অধিনায়ক প্যাট কামিন্স। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
১৬ বছর পর আজ মাঠে লড়বে দুই-দল। অস্ট্রেলিয়া- নেদারল্যান্ডসের সর্বশেষ দেখা হয়েছিল ২০০৭ বিশ্বকাপে। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন পর্যন্ত দুইবার মাঠে নেমেছে ডাচরা, দু’বারই জয় পেয়েছে অজিরা। সাউথ আফ্রিকার পর অস্ট্রেলিয়াকে হারিয়ে আবারও আপসেট ঘটাতে চায় নেদারল্যান্ডস। অন্যদিকে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এই ম্যাচে জিতে শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে চায়।
অস্ট্রেলিয়া একাদশ
ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুসচেন, জশ ইঙ্গলিস, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা।
নেদারল্যান্ডস একাদশ
বিক্রমজিৎ সিং, ম্যাক্স ওডাউড, কলিন অ্যাকারম্যান, বাস ডি লিড, তেজা নিদামানুর, স্কট এডওয়ার্ডস, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, লোগান ভ্যান বেক, রোয়েলফ ভ্যান ডার মেরওয়ে, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন।