• ঢাকা, বাংলাদেশ
  • ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

উন্নয়নের ১৫ বছর ও বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ

প্রকাশ: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ১০:৫৮

উন্নয়নের ১৫ বছর ও বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশ

হেলাল উদ্দীন,বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার উন্নয়নের ১৫ বছর এবং বঙ্গবন্ধু টানেলের শুভ উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। আগামী ২৮ অক্টোবর শনিবার সকাল ১০ টায় ভবানীগঞ্জ নিউ মার্কেট অডিটোরিয়ামে উক্ত সমাবেশের আয়োজন করেছেন উপজেলা আওয়ামী লীগ।

দেশজুড়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতায় উন্নয়ন মহোৎসবের মাসে বঙ্গবন্ধু টানেল এর শুভ উদ্বোধন, বাগমারা উপজেলার উন্নয়নের ১৫ বছর এবং ভবিষ্যৎ স্মার্ট বাগমারা গড়ার পরিকল্পনা নিয়ে অনুষ্ঠিত হবে সুধী সমাবেশ।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

উক্ত সমাবেশে উপস্থিত থাকবেন বাগমারা উপজেলার সকল রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সম্মানিত সুধীজন, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সম্মানিত শিক্ষকমন্ডলী, সরকারি কর্মকর্তাবৃন্দ, মসজিদের ইমামগণ ও বিভিন্ন শ্রেণীর পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  রুয়েটে শিক্ষকসহ তিনজন বরখাস্ত, প্রকৌশলীকে অব্যাহতি

সুধী সমাবেশ উপলক্ষে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা আওয়ামী লীগ। উক্ত সুধী সমাবেশের মাধ্যমে এক স্থানে বসেই দেশের উন্নয়ন চিত্রের পাশাপাশি জানতে পারবে উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড। বিশেষ করে আগামীর স্মার্ট বাগমারা বিনির্মাণে সুধীজনদের মতামতকে প্রাধান্য দেয়া হবে।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক।

আরও পড়ুনঃ  ভোলাহাটে রণাঙ্গন ‘৭১র বীরমুক্তিযোদ্ধা মানোয়ার চলে গেলেন না ফেরার দেশে!

সেই সাথে উক্ত সমাবেশে স্মার্ট বাগমারা বিনির্মাণে সুধীজনদের সরাসরি বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675