• ঢাকা, বাংলাদেশ
  • ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রামেক হাসপাতালে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু

প্রকাশ: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ ১১:৩২

রামেক হাসপাতালে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে তাদের মৃত্যু হয়। মারা যাওয়া দুজন হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার জেসমিন বেগম (৫০) ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মো. পলাশ (২৯)। এ নিয়ে চলতি মৌসুমে রামেক হাসপাতালে ২২ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহাম্মদ জানান, দুজনেই স্থানীয়ভাবে ডেঙ্গুতে আক্রান্ত হন। জ¦র নিয়ে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শারীরীক অবস্থার অবনতি হলে তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। সেখানেই রাতে তাদের মৃত্যু হয়।
চলতি মৌসুমে এখন পর্যন্ত রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৪২৯ জন ডেঙ্গু রোগী। এরমধ্যে তিন হাজার ১৯৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে আরও ২০৮ জন রোগী ভর্তি আছেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675