• ঢাকা, বাংলাদেশ
  • ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

গাছ কেটে গ্রেপ্তার তরুণ

প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩ ৭:২৯

গাছ কেটে গ্রেপ্তার তরুণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর সায়েরগাছা মোড় থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত সড়কের বিভাজকে থাকা ১২৫টি বিভিন্ন প্রজাতির ফুলের গাছ কেটে ফেলা এবং আরও ৫০টি গাছ তুলে নিয়ে যাওয়ার ঘটনায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তরুণের নাম নাঈম ইসলাম (২৫)। নগরীর কাশিয়াডাঙ্গা থানার হলদারপাড়া মহল্লায় নাঈমের বাড়ি।
কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নাঈমের সঙ্গে আরও কয়েকজন গাছ কাটার সঙ্গে জড়িত। নাঈম এ বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। নাঈম জানিয়েছেন যে, মাঝে থাকা গাছের কারণে রাস্তার এপাশ-ওপাশ দেখা যায় না। এ কারণে লেন পরিবর্তনের সময় সম্প্রতি একটি দুর্ঘটনা ঘটেছে। সেই ক্ষোভ থেকে গাছগুলো কেটে ফেলা হয়েছে বলে নাঈম জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম বলেন, ‘গাছের কারণে রাস্তার এপাশ-ওপাশ দেখা যায় না বলে দুর্ঘটনা ঘটে, এটা কোন যুক্তি হতে পারে না। তাহলে তো প্রতিদিনই দুর্ঘটনা ঘটতো। একটু সচেতনভাবে লেন পরিবর্তন করলে দুর্ঘটনা ঘটবে না।’
রাজশাহী নগরীর প্রায় সব সড়কের মাঝেই এখন ফুলগাছ লাগানো রয়েছে। এরসঙ্গে সড়কগুলোতে থাকা দৃষ্টিনন্দন বাতি এর সৌন্দর্য্য আরও বাড়িয়ে দিয়েছে। কাশিয়াডাঙ্গার এই সড়কটিতে প্রজাপতির মতো সড়কবাতি লাগানো বলে এই সড়কটি ‘প্রজাপতি সড়ক’ বলে পরিচিতি পেয়েছে। মাঝে মাঝেই এই রাস্তার ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়।
বুধবার সকালে এই সড়কটির কিছু অংশের ১২৫টি গাছ কেটে ফেলা হয়। পাশাপাশি আরো ৫০টি গাছ তুলে নিয়ে যাওয়া হয়। কেটে ফেলা গাছগুলোর মধ্যে ৩৯টি কবরী, ২৫টি মুসান্ডা, ৩৫টি বড় রঙ্গন, ২৬টি মিনি রঙ্গন ফুলের গাছ ছিল। নির্মমভাবে এ রাস্তার গাছ কেটে ফেলায় সামাজিকমাধ্যমে নিন্দার ঝড় ওঠে। খবর পেয়ে বিকালে সেগুলো পরিদর্শনে যান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ নিয়ে রাসিকের পক্ষ থেকে রাতেই থানায় একটি মামলা করা হয়। পরে এ মামলায় নাঈমকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর গ্রেপ্তার নাঈমকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675