স্টাফ রিপোর্টার: ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতায় সুরক্ষা সামগ্রী পেলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ৮৫ জন পরিবেশকর্মী। বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়। সুরক্ষা সামগ্রীর মধ্যে প্রত্যেকের জন্য রয়েছে একটি করে ভেস্ট, এক জোড়া গ্লাভস, এক বক্স মাস্ক ও একজোড়া রাবার বুট জুতা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউএনডিপি বাংলাদেশ এর ভারপ্রাপ্ত প্রজেক্ট ম্যানেজার অপূর্ব সতী মাহবুব। বক্তব্য রাখেন রাসিকের পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদ উল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ কর্মকর্তা জুবায়ের হোসেন মুন, প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজমেন্ট সাপোর্ট অফিসার আবু মেহেদী আল মাহমুদ প্রমুখ।