• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

হাথুরুর সঙ্গে পরামর্শ করেই দেশে ফিরেছিলেন সাকিব

প্রকাশ: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩ ৩:২৪

হাথুরুর সঙ্গে পরামর্শ করেই দেশে ফিরেছিলেন সাকিব

অনলাইন ডেস্ক: গত বুধবার সকালে মুম্বাই থেকে ঢাকায় ফিরেছিলেন সাকিব আল হাসান। জরুরী কাজ শেষে শুক্রবার আবার ভারতে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক। সেখানে গতকাল রাতেই দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি।
হঠাৎ কি এমন ব্যস্ততা যে, বিশ্বকাপের মধ্যে দেশে ফিরে এসেছেন সাকিব? সাকিবের দেশে ফেরার খবরে ভক্ত-সমর্থকদের মনে এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। গতকাল দুপুরের দিকে জট খুলেছে সেই রহস্যের। রান খরায় ভুগতে থাকা সাকিব মূলত ব্যাটিং নিয়ে কাজ করতেই ঢাকায় এসেছিলেন। নিজের ছোট বেলার কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে গত বুধবার তিন ঘন্টার একটি ব্যাটিং সেশন করেছেন সাকিব।

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের

দুই দিন অধিনায়ক দলের সঙ্গে না থাকায় এটা কোনো প্রভাব ফেলেছে কি না এমন প্রশ্ন করা হয় আজ তাসকিন আহমেদকে। এই প্রশ্নের উত্তরে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘কোনো প্রভাব ফেলেনি। সে উন্নতির জন্য দেশে গেছে। আমাদের তাকে আপ্রিশিয়েট করা উচিত। নিয়মভঙ্গ করে কিছুই হয়নি। কোচের সঙ্গে কথা বলেই গিয়েছিলেন।’
ধুঁকতে থাকা দলকে রেখে অধিনায়কের দেশে ফেরা অনেকেই ভালোভাবে নেয়নি। যে কারণে সংবাদ সম্মেলনে প্রশ্নটা এলো অনুমেয়ভাবেই। তাসকিনের কাছে জানতে চাওয়া হয়েছিল এমন অবস্থায় অধিনায়ক দলের সঙ্গে না থেকে দেশে ফেরায় প্রভাব ফেলেছে কি না। তাসকিন অবশ্য বলছেন তেমন কোনো প্রভাব ফেলেনি। বরং সাকিবের ঢাকা যাওয়াকে বাহবা দিতে বলছেন তিনি।

আরও পড়ুনঃ  ভারত-পাকিস্তান ম্যাচে যেমন থাকবে পিচ ও আবহাওয়া

‘আসলে এটা তেমন প্রভাব ফেলেনি। তিনি ফেরার পর দলের সবার খুব ভালো সময় কেটেছে। উনি কিছু উন্নতির জন্য গিয়েছিল, নিজের প্রত্যাশা অনুযায়ী ভালো ব্যাট করছিলেন না। নির্দিষ্ট অনুশীলন করতে চেয়েছেন, আমাদের দলের জন্য ভালো কিছু করতে। আমাদের এটার প্রশংসা করা দরকার।’-যোগ করেন তাসকিন।
সাকিব দেশে ফিরে অনুশীলন করায় তাকে প্রশংসায় ভাসিয়েছেন তাসকিন। তিনি বলেন, ‘তিনি টিম ম্যানেজমেন্ট ও বিসিবির সঙ্গে কথা বলেই গেছে। আমাদের ওই দিন রেস্ট ডে ছিল। অফিশিয়াল অনুশীলনে তিনি আছেন এখানে। আমার মনে হয় আরও বাহবা দেওয়া দরকার। আমাদের কোনো সমস্যা নেই, আমাদের এটা প্রভাবও রাখছে না।’

সর্বশেষ সংবাদ

চাকরিচ্যুতদের পুনর্বহাল-বকেয়া বেতন পরিশোধের দাবি
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৩:০৭
এমন কোনো কাজ করবেন না যাতে সংগ্রাম বিফলে যায় : খালেদা জিয়া
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৩:০৭
১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাবে ৫০ লাখ পরিবার
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৩:০৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675