অনলাইন ডেস্ক: ফের নতুন অতিথি আসছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সংসারে। এমন গুঞ্জন যখন বলিউডে ছড়িয়ে পড়ে, তখন বিরাট ও আনুশকার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। ঠিক তখনই জল্পনার অবসান ঘটিয়ে ভক্তদের উদ্দেশে ইনস্টাগ্রামে বিশেষ বার্তা দিলেন অভিনেত্রী।
বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে বিশেষ এক মুহূর্ত শেয়ার করেন নায়িকা। ইনস্টাগ্রাম পোস্টে দেখা যাচ্ছে, আনুশকার একটি বর্তমান সময়ের ছবি। তবে সে ছবির মাঝেই ছোট করে আরেকটি অতীত সময়ের ছবি জুড়ে দিয়েছেন আনুশকা।
আনুশকার ওই অতীত ছবিটি মূলত প্রথম সন্তান গর্ভধারণের সময়। ওই একই স্টাইলে বর্তমান সময়ের একটি ছবি শেয়ার করে ছবির ক্যাপশনে আনুশকা লিখেছেন— সময় উড়ছে… এই সময়টার প্রয়োজন ছিল আপডেটের। তাই কেন স্থায়ী বা স্থির হব যেখানে একের অধিক আপগ্রেড হওয়ার সুযোগ রয়েছে।
আনুশকার এমন পোস্টে স্পষ্ট হয়ে উঠেছে যে, খুব শিগগির নতুন অতিথি আসতে চলেছে তাদের সংসারে। আর এই আনন্দঘন মুহূর্তে তাই আনুশকা প্রথমবারের সন্তান ধারণের সুখস্মৃতি আঁকড়ে ধরেছেন।
ভালোবেসে ২০১৭ সালের ১১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন দুই ভুবনের এই দুই সেলিব্রিটি। বিয়ের চার বছরের মাথায় ২০২১ সালে তাদের কোলজুড়ে আসে প্রথম কন্যাসন্তান ভামিকা। তাদের প্রথম সন্তান ভামিকার বয়স এখন প্রায় আড়াই বছর। আর এমন সময়েই দ্বিতীয়বার মা হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন বলি অভিনেত্রী আনুশকা।
উল্লেখ্য, সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে বিরাট আনুশকাকে দেখার পরই শোবিজপাড়ায় ছড়িয়ে পড়ে তাদের সংসারে নতুন অতিথি আসার গুঞ্জন। এর পর নিজের বাড়িতে গণেশ পূজার অনুষ্ঠানে ঢিলেঢালা পোশাক পরা আনুশকাকে দেখার পর এ গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে। আর সে গুঞ্জনকে সত্যি প্রমাণ করেই শেষমেষ ভক্তদের কাছে নিজের জীবনের সুখবার্তা জানান দিলেন বলি এ অভিনেত্রী।