• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শান্তি সমাবেশে জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা, সাংস্কৃতিক পরিবেশনা শুরু

প্রকাশ: শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩ ২:০৪

শান্তি সমাবেশে জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা, সাংস্কৃতিক পরিবেশনা শুরু

অনলাইন ডেস্ক : রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিতে দলে দলে আসছেন নেতা-কর্মীরা।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু হয়েছে।

আরও পড়ুনঃ  পাবনার সাঁথিয়ায় দুর্বৃত্তদের হাতে যুবকের দুই হাতের কবজি বিচ্ছিন্ন

দুপুর ২টার দিকে আওয়ামী লীগের এই সমাবেশ মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। সমাবেশে সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগও যোগ দিচ্ছে। দেশাত্মবোধক গানসহ আওয়ামী লীগের উন্নয়ন ও অগ্রগতির ওপর সঙ্গীত পরিবেশিত হচ্ছে।

আরও পড়ুনঃ  বাসে ডাকাতি ও যৌন নিপীড়নের অভিযোগ না নেওয়ায় বড়াইগ্রামের ওসি প্রত্যাহার

এর আগে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। এ সমাবেশে ঢাকা ও আশপাশের জেলাগুলো থেকে ১০ লাখ লোক আনার লক্ষ্য নিয়েছে আওয়ামী লীগ।

আরও পড়ুনঃ  দীর্ঘ আট মাসেও শেষ হয়নি জয়পুরহাট স্টেডিয়ামের সংস্কারের কাজ

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেছেন, আমরা আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় সমাবেশ শুরু করবো।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675