• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

এখনও যেভাবে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ

প্রকাশ: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩ ৩:১৫

এখনও যেভাবে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ

অনলাইন ডেস্ক: টান পাঁচ ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে প্রায় ছিটকে যাওয়ার পথে বাংলাদেশ। সবশেষ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৭ রানে হেরেছে টাইগাররা। এরপরও কি লাল সবুজের প্রতিনিধিদের সেমিফাইনালের আশা বেঁচে আছে? উত্তরটা হ্যাঁ-বোধকই।
বাংলাদেশের নামের পাশে আছে মাত্র ২ পয়েন্ট, টাইগারদের ম্যাচ বাকি ৩টি। সব কটি ম্যাচে জিতলে তাদের পয়েন্ট হবে ৮। অর্থাৎ ১০ পয়েন্ট নিয়ে টেবিলের প্রথম দুটি স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা ও ভারতকে বাংলাদেশের পক্ষে কোনোভাবেই ধরা সম্ভব না। সেক্ষেত্রে টাইগারদের লক্ষ্য হতে পারে নিউজিল্যান্ড কিংবা অস্ট্রেলিয়ার মধ্যে কোনো দলকে পেছনে ফেলে সেমির টিকিট কাটা। ৬ ম্যাচ শেষে এ দুদলের পয়েন্টই ৮ করে।

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড পরের সব কটি ম্যাচে হারলে এবং বাংলাদেশ সব কটিতে জিতলে তিন দলের পয়েন্ট হবে ৮ করে। তখন নিউজিল্যান্ডের বিপক্ষে জেতায় পাকিস্তান ও শ্রীলঙ্কার পয়েন্ট হবে ৬ করে। এ দুদলকে বাকি সব কটি ম্যাচে হারতে হবে। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে জেতায় আফগানিস্তানের পয়েন্ট হয়ে যাবে ৬।

আরও পড়ুনঃ  গতির ফুলকি ছোটানো নাহিদ রানার প্রশংসায় রাচিন রবীন্দ্র

রশিদ খানদের আবার নেদারল্যান্ডস ও প্রোটিয়াদের বিপক্ষে হারতে হবে। একই সঙ্গে ৪ পয়েন্ট নিয়ে সাতে থাকা নেদারল্যান্ডসকে হারতে হবে ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে। সেক্ষেত্রে পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও নেদারল্যান্ডসের পয়েন্ট হবে ৬ করে।
ইংল্যান্ডকে হারতে হবে ভারতের বিপক্ষে। জিততে হবে বাকি তিন ম্যাচে। ফলে তাদের পয়েন্ট হবে ৮। তখন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও বাংলাদেশের পয়েন্ট সমান হবে। সেক্ষেত্রে সেমির দুটি টিকিটের জন্য বিবেচনায় আসবে নেট রানরেট।

আরও পড়ুনঃ  বিরোধীতা সত্ত্বেও ইমরান খানের নামে স্টেডিয়াম নামকরণের সিদ্ধান্ত

আবার পাকিস্তান যদি ইংল্যান্ডের বিপক্ষে জিতে তখন তাদের পয়েন্ট হবে ৮। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের নেট রানরেট হিসাব করা হবে বাবর আজমদের সঙ্গে।

সর্বশেষ সংবাদ

চাকরিচ্যুতদের পুনর্বহাল-বকেয়া বেতন পরিশোধের দাবি
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৩:০৭
এমন কোনো কাজ করবেন না যাতে সংগ্রাম বিফলে যায় : খালেদা জিয়া
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৩:০৭
১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল পাবে ৫০ লাখ পরিবার
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৩:০৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675