স্টাফ রিপোর্টার: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নতুন ৪০ জন কর্মকর্তার বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। রাজশাহীতে রাকাবের প্রশিক্ষণ ইনস্টিটিউটে ৩৯তম ব্যাচের এই প্রশিক্ষণ শুরু হয়েছে রোববার থেকে।
সকালে প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ।
রাকাব প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ব্যাংকের নিরীক্ষা, হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন এবং প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম। এক মাসের এই প্রশিক্ষণ কোর্সে মুখ্য কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মকর্তা পর্যায়ের ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। রাকাবের অনুষদ সদস্য কাওসার জাহান উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন।