স্টাফ রিপোর্টার: রাজশাহীর চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমেদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দিকে রাজশাহী মেডিকেল কলেজের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটির রাজশাহী শাখা।
এ সময় তারা কালো ব্যাচ ধারণ করে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। মানববন্ধন থেকে বক্তারা হত্যাকারীদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন। চিকিৎসকরা বলেন, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তারা শঙ্কিত। অবিলম্বে এই হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার করা না আগামীতে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন রাজশাহী শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো. নওশাদ আলী। এ সময় মেডিসিন বিশেষজ্ঞ খলিলুর রহমানসহ অন্যান্য চিকিৎসকেরা বক্তব্য রাখেন।
উল্লেখ্য, গত রোববার (২৯ অক্টোবর) রাতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে রোগী দেখে উপশহরের বাসায় ফেরার পথে বর্ণালীর মোড় এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মারা যান চর্মরোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী।