• ঢাকা, বাংলাদেশ
  • ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

জাতীয় পুরস্কার পেয়েছেন, বিশ্বাসই হচ্ছে না গায়িকার

প্রকাশ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ ৮:৪১

জাতীয় পুরস্কার পেয়েছেন, বিশ্বাসই হচ্ছে না গায়িকার

অনলাইন ডেস্ক: ২০২২ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করা হয়েছে। আজ (মঙ্গলবার) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে একটি প্রজ্ঞাপন দিয়ে জানানো হয় এ বছর কারা পুরস্কার পেয়েছেন।
মোট ২৭ ক্যাটাগরিতে ৩২টি পুরস্কারের তালিকায় শ্রেষ্ঠ গায়িকা হিসেবে পুরস্কার জিতেছেন আতিয়া আক্তার আনিসা। অপারেশন সুন্দরবনে ‘এ মন ভিজে যায়…’ গানের জন্য তিনি এ পুরস্কার জিতেছেন।
ক্যারিয়ারের শুরুর দিকেই জাতীয় পুরস্কার পাবেন, এমনটা প্রত্যাশা করেননি এই গায়িকা নিজেও। তাই পুরস্কার প্রাপ্তির খবরে যেন বেশ অবাকই হয়েছেন তিনি।
তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় আতিয়া বলেন, ‘খবরটি শোনার পর স্তব্ধ ছিলাম। বিশ্বাস করতে পারিনি। কারণ কয়েকবছর আগেই আমি ক্যারিয়ার শুরু করেছি। এই অনুভূতি বলে বোঝানো সম্ভব নয়।’

আরও পড়ুনঃ  জুটি বাঁধছেন শুভাঙ্কি-আরিয়ান, থাকছে চমক

এই গায়িকা বলেন, ‘কিছুদিন আগে বাবাও বলেছিলেন আমি পুরস্কার পাব। তার ধারণাই সত্যি হল। রাষ্ট্রীয়ভাবে এই সম্মান আমার জন্য অনেক বড় অর্জন। আমার গান শেখার সঙ্গে যারা জড়িত ছিলেন তাদেরকে পুরস্কারটি উৎসর্গ করতে চাই।’

এবছর শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার যুগ্মভাবে পেয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘পরাণ’। প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হয়েছেন সুচিন্ত্য চৌধুরী (চঞ্চল চৌধুরী)। ‘হাওয়া’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।

আরও পড়ুনঃ  আমার কোনো ছেলে বন্ধু ছিল না : শিরিন শিলা

আর প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু। যথাক্রমে ‘বিউটি সার্কাস’ ও ‘শিমু’ সিনেমার জন্য তারা এ পুরস্কার পেয়েছেন।

সর্বশেষ সংবাদ

শারজাহ’র ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতা চুক্তি ঢাকা চেম্বারের
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৫:০৪
রাজশাহীতে যৌথ বাহিনী রেড ব্লক অভিযান
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৫:০৪
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675