• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শ্রীলঙ্কার সামনে যে কঠিন সমীকরণ

প্রকাশ: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩ ২:২৮

শ্রীলঙ্কার সামনে যে কঠিন সমীকরণ

অনলাইন ডেস্ক: এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কা নিজেদের দুর্ভাগা ভাবতেই পারে। বিশ্বকাপ শুরুর আগে থেকেই দলে ছিল ইনজুরির সমস্যা। দলের গুরুত্বপূর্ণ বোলার মাথিশা পাথিরানা নেই। নিয়মিত অধিনায়ক দাসুন শানাকাও ছিটকে গিয়েছেন দল থেকে। রিজার্ভ থেকে উড়িয়ে আনতে হয়েছে তিনজনকে। এরপরেও মাঠের পারফর্মে তারা ছিল দারুণ। পাকিস্তান কিংবা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারা ম্যাচেও লঙ্কানদের লড়াকু মনোভাব ছিল চোখে পড়ার মত।
তবে বিশ্বকাপে ৬ ম্যাচ পর দ্বিতীয় দল হিসেবে বাদ পড়ার মুখে আছে লঙ্কানরা। নিজেদের সপ্তম ম্যাচে ভারতের বিপক্ষে জয় না পেলে কার্যত টুর্নামেন্ট শেষ হয়ে যাবে ৯৬ এর বিশ্বচ্যাম্পিয়নদের জন্য। জয় পেলে কিছুটা হলেও টিকে থাকবে সেমিফাইনালের আশা। সেক্ষেত্রে অবশ্য তাকিয়ে থাকতে হবে অন্যান্য সব সমীকরণের মারপ্যাঁচের দিকে।
শ্রীলঙ্কার কী করণীয়?

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের

লঙ্কানদের জন্য সমীকরণ বেশ সোজা। নিজেদের সব ম্যাচেই জিততে হবে তাদের। তাহলে ৩ ম্যাচ থেকে তাদের পয়েন্ট হবে ১০। সেক্ষেত্রে বেঁচে থাকবে সেমিফাইনালের স্বপ্ন। ৫ জয় নিয়ে সেমিফাইনালের পথে অন্যদের চেয়ে এগিয়ে থাকবে লঙ্কানরা। আর যদি হেরে বসে, তবে পরের দুই ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ৮। সেক্ষেত্রে বাদ পড়ার সম্ভাবনাই বেশি। কারণ পাকিস্তান, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া ৩ দলই ৮ পয়েন্টের বেশি পাবে, তা অনেকটা নিশ্চিত।

আরও পড়ুনঃ  ভারত-পাকিস্তান ম্যাচে যেমন থাকবে পিচ ও আবহাওয়া

অন্য দলের সঙ্গে কী সমীকরণ?

শ্রীলঙ্কা যদি পরের তিন ম্যাচ জিতেও যায়, তবে ভাগ্য ঝুলে থাকবে অন্যদের কারণে। ৮ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়াকে অন্তত দুই ম্যাচ এবং পাকিস্তানকে অন্তত ১ ম্যাচ হারতেই হবে। এছাড়াও হারতে হবে আফগানদেরও। সেইসব সমীকরণ মেলানো মোটেই অবিশ্বাস্য না। তবে তার আগে মুম্বাইয়ে ভারতের বিপক্ষে নিজেদের জয় নিশ্চিত করা দরকার তাদের।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের ম্যাচে নিরাপত্তা ভঙ্গ, একজন গ্রেপ্তার
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১:৫৬
গণতন্ত্র ফিরে পাওয়ার নিশ্চয়তা এখনো পাইনি: মির্জা ফখরুল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১:৫৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

গণতন্ত্র ফিরে পাওয়ার নিশ্চয়তা এখনো পাইনি: মির্জা ফখরুল
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:০৭
গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৩৯
এমন কোনো কাজ করবেন না যাতে সংগ্রাম বিফলে যায় : খালেদা জিয়া
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১:২৮
 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675