অনলাইন ডেস্ক: না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন চিত্রগ্রাহক এ আর আজিজ। বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোর ৪টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তার বয়স ছিল ৫৬ বছর।
জানা গেছে, উত্তরার নিজ বাসায় রাত ১২টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন আজিজ। দ্রুত তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পরই শারীরিক অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা আজিজকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এ সময় হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
চিত্রগ্রাহক আজিজের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা অপূর্ব রানা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজে।
অপূর্ব রানা বলেন, সন্ধ্যার দিকেও আমরা একসঙ্গে ছিলাম। সিনেমার এডিট করছিলাম। কিন্তু বাসায় ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন। মরহুমের আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
অভিনেতা রাশেদ মামুন অপু বলেন, খুবই প্রাণবন্ত এক মানুষ ছিলেন আজিজ ভাই। তার মৃত্যু সংবাদ পেয়ে সকাল থেকেই মনটা খারাপ হয়ে আছে। কিছুদিন আগেই ‘রাইটার’ সিনেমায় একসঙ্গে কাজ করেছি আমরা। এ ছাড়াও কতো স্মৃতিরয়েছে আমাদের। আল্লাহ তাকে বেহেশত নসীব করুক। তার শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া রইল।
বৃহস্পতিবার বাদ জোহর নামাজে জানাজা শেষে উত্তরার কামারপাড়া কবরস্থানে সমাহিত করা হবে আজিজকে।