অনলাইন ডেস্ক: স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টে আজ একটাই ম্যাচ ছিল। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ১-০ গোলে শেখ জামাল ধানমন্ডিকে হারিয়েছে। এ গ্রুপ থেকে দুই দলেরই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছিল আগে। আজকের ম্যাচটি ছিল মূলত গ্রুপ সেরা হওয়ার। আজকের ম্যাচ জিতে পুলিশ এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে।
গ্রুপ চ্যাম্পিয়ন হবার লড়াইয়ে দুই দলই খেলেছে আক্রমণাত্মক ফুটবল। ১২ মিনিটে জামালের ফয়সাল আহমেদ ফাহিম দারুণ পাস বাড়িয়েছিলেন বক্সে। তবে বল রিসিভ করতে পারেননি তার কোন সতীর্থ। ২৭ মিনিটে একটি থ্রু থেকে বক্সে জটলার মধ্যে একটি আক্রমণের সুযোগ এসেছিল পুলিশের। বল ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি কিরন। বক্সের মাথায় কোনায় দাড়িয়ে থাকা পুলিশের ফুটবলার মানাস কারিপপ দূরপাল্লার জোড়ালো শটে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন (১-০)।
৬২ মিনিটে কিরণের ক্রসে দারুণ একটা সুযোগ এসেছিল জামালের। দৌড়ে এসে বলের দখল নিতে চেয়েছিলেন সাজ্জাদ। কিন্তু বল ক্লিয়ার করে দেন প্রতিপক্ষের ডিফেন্ডার। ৬৫ মিনিটে বক্সে বল নিয়ে ঢুকে পড়েন জায়েদ। তবে গার্সিয়া দারুণ দক্ষতায় বল ক্লিয়ার করে আবারও জামালকে গোলের সুযোগ সৃষ্টি করতে বাধা দেন। এর ঠিক দু’মিনিট পরই আরও একটি সুযোগ এসেছিল জামালের। হিগরের বাড়িয়ে দেয় বল নিয়ে বক্সে ঢুকে পড়েন সাজ্জাদ।
গোলরক্ষককে একাও পেয়ে গিয়েছিলেন। তবে ফিনিশিং টাচ দিতে ব্যর্থ হন। পুলিশের গোলরক্ষক আহসান হাবিব বিপু সামনে এগিয়ে এসেই মূলত জামালের সুযোগটি নস্যাৎ করেন।
৮৭ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের কোনাকোনি শট অল্পের জন্য জড়ায়নি জালে। কয়েকটি গোল মিস করায় শূন্য হাতেই মাঠ ছাড়তে হয় জামালকে। আগের ম্যাচেই ব্রাদার্সকে তারা ৪-০ গোলে হারিয়েছি।।
এ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে পুলিশ বি গ্রুপের রানার্স আপকে মোকাবেলা করবে কোয়ার্টারে। পক্ষান্তরে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের প্রতিপক্ষ হবে বি গ্রুপের চ্যাম্পিয়ন দল। বি গ্রুপ থেকে ইতোমধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ঢাকা আবাহনী।