• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

‘মিয়াঁদাদকে চড়’, ১ বিলিয়ন রুপি ক্ষতিপূরণ দাবি রশিদের

প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ৫:৩৭

‘মিয়াঁদাদকে চড়’, ১ বিলিয়ন রুপি ক্ষতিপূরণ দাবি রশিদের

অনলাইন ডেস্ক: সাত ম্যাচে তিন জয় নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে আছে পাকিস্তান। এতেই বুঝা যায় বিশ্বকাপে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। এর মধ্যে চলছে নানা বিতর্ক। এবার বিতর্কের বিষয়বস্তু ত্রিশ বছর আগের ঘটনা।

পাকিস্তানের সাবেক ক্রিকেটার পারভেজ জামাল মীর অভিযোগ করেছেন যে, ১৯৯৩ সালে পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় ড্রেসিংরুমের ঝগড়ার পরে রশিদ লতিফ জাভেদ মিয়াঁদাদকে চড় মেরেছিলেন।

৭০ বছর বয়সি পারভেজ পাকিস্তানের হয়ে ১৯৭৫ বিশ্বকাপসহ তিনটি ওয়ানডে খেলেছেন। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে খেলোয়াড়দের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে সাম্প্রতিক আলোচনার সময় পারভেজ লতিফ ও মিয়াঁদাদের পুরোনো ঘটনা ফাঁস করেন।

আরও পড়ুনঃ  গতির ফুলকি ছোটানো নাহিদ রানার প্রশংসায় রাচিন রবীন্দ্র

পারভেজ বলেন, আমি ১৯৯৩ সালে এই প্রতিদ্বন্দ্বিতা দেখেছিলাম। গায়ানার একটি ঘটনার কারণে আমি লন্ডন থেকে অ্যান্টিগায় চলে গিয়েছিলাম। খালেদ মাহমুদ ম্যানেজার ছিলেন। আমি খালেদ সাহেবের কাছে অনুরোধ করেছিলাম যে, আল্লাহর দোহাই, মিডিয়ার কাছে কোনো বিবৃতি দেবেন না
পরে আমি জানলাম যে, দুজন খেলোয়াড় গল্পটি দ্য সান (যুক্তরাজ্যে) এর কাছে ১০ হাজার পাউন্ডে বিক্রি করেছে।

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের

আমি খেলোয়াড়দের জিজ্ঞেস করলাম, আপনারা কী করছেন? আমরা আপনাকে সমর্থন করতে এখানে এসেছি, এবং আপনি এটি করছেন। আপনি কি জানেন ড্রেসিংরুমের ভিতরে কী ঘটছিল? রশিদ লতিফ জাভেদ মিয়াঁদাদকে চড় মেরেছিলেন। বেচারা মিয়াঁদাদ ড্রেসিং রুমের বাইরে বসে ছিলেন। অ্যান্টিগায় ড্রেসিংরুমে উত্তপ্ত ঝগড়া হয়েছিল। আমি মুদাসসার নজর (পাকিস্তানের সাবেক ওপেনার) কে জিজ্ঞাসা করেছিলাম। যা ঘটছিল সে সম্পর্কে। পরিবেশটি খুব অপ্রীতিকর হয়ে উঠেছিল।

তবে অভিযোগ অস্বীকার করেছেন লতিফ। লতিফ বলেন, আমি আমার জীবনে কাউকে থাপ্পড় মারার কথা মনে করতে পারছি না। আমি একটি আইনি নোটিশ পাঠিয়েছি কারণ আমাদের অবশ্যই জাতির সামনে মিথ্যা গল্প ছড়ানো বন্ধ করতে হবে।

আরও পড়ুনঃ  জাবি ফুটসাল টুর্নামেন্টে সানোয়ার-মুকুলদের ইতিহাস চ্যাম্পিয়ন

লতিফের মতে, মিয়াঁদাদও এই ধরনের বাকবিতন্ডার কথা অস্বীকার করেছেন। পুরো গল্পটি শুরু হয়েছিল সামা টিভিতে অভ্যন্তরীণ খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে একটি টেলিভিশন আলোচনার মাধ্যমে।

উল্লেখ্য, ১৯৯৩ সালের সফরের সময় চার পাকিস্তানি ক্রিকেটার ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, মুশতাক আহমেদ এবং আকিব জাভেদ গায়ানায় গাঁজা রাখার জন্য গ্রেফতার এবং অভিযুক্ত হন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

গণতন্ত্র ফিরে পাওয়ার নিশ্চয়তা এখনো পাইনি: মির্জা ফখরুল
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:০৭
গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৩৯
এমন কোনো কাজ করবেন না যাতে সংগ্রাম বিফলে যায় : খালেদা জিয়া
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১:২৮
 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675