• ঢাকা, বাংলাদেশ
  • ২৭শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রহমতগঞ্জের ভাগ্য আবাহনীর হাতে

প্রকাশ: শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩ ৬:০৩

রহমতগঞ্জের ভাগ্য আবাহনীর হাতে

অনলাইন ডেস্ক: স্বাধীনতা কাপে বি গ্রুপটিই শুধু চার দলের। চার দলের মধ্যে ইতোমধ্যে ছয় পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে ঢাকা আবাহনীর। শেখ রাসেল এবং রহমতগঞ্জের মধ্যে লড়াই চলছে গ্রুপের পরবর্তী দল হিসেবে শেষ আট নিশ্চিত করার।
স্বাধীনতা কাপে আজ দিনের একটি ম্যাচ ছিল। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লে.মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচে রহমতগঞ্জ ৪-১ গোলে বিমানবাহিনী ফুটবল দলকে হারিয়েছে। এই জয়ে রহমতগঞ্জ দুই ম্যাচ শেষে শেখ রাসেলের সমান চার পয়েন্ট সংগ্রহ করেছে। গোল ব্যবধানে অবশ্য রাসেলের চেয়ে রহমতগঞ্জই এগিয়ে।

আরও পড়ুনঃ  ২-০ গোলের জয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল বার্সেলোনা

আজ ম্যাচের প্রথম গোল করেছিল বিমানবাহিনী। ৩২ মিনিটে জুয়েলের গোলে লীড নেয় সার্ভিসেস দলটি। এক মিনিট পরেই ম্যাচে সমতা আনেন রহমতগঞ্জের মুরাদ। বিরতির আগে সামির ইয়াসেরের গোলে লীড নেয় রহমতগঞ্জ। বিরতির পর আবার সামির গোল করলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরান ঢাকার ক্লাবের সুপ্রতিষ্ঠিত হয়। ম্যাচের ৬৭ মিনিটে বিমানবাহিনীর আব্দুস সাত্তার দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময় দশ জনের বিপক্ষে আক্রমণ বজায় রাখে রহমতগঞ্জ। ইনজুরি সময়ে রফিকুলের গোলে ৪-১ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ।
আগামীকাল বি গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে শেখ রাসেল ও আবাহনী। কোয়ার্টারে উঠতে রাসেলের প্রয়োজন ড্র। অন্য দিকে ঢাকা আবাহনী জিতলে পয়েন্ট,হেড টু হেডে রাসেল-রহমতগঞ্জ সমান হলেও গোল ব্যবধান এগিয়ে থাকায় কোয়ার্টার খেলবে পুরান ঢাকার রহমতগঞ্জ। আবার রাসেল যদি আবাহনীকে হারিয়ে তখন সাত পয়েন্ট নিয়ে রাসেলই বি গ্রুপের চ্যাম্পিয়ন হবে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

আগামীকাল আবাহনীর সঙ্গে মাঠে নামবে আরেক ঐতিহ্যবাহী দল মোহামেডানও। ফর্টিজ মোহামেডানের মধ্যকার জয়ী দল কোয়ার্টারে উঠবে সঙ্গী হবে ছোটনের সেনাবাহিনী। আর আগামীকাল ম্যাচও ড্র হলে তখন গ্রুপের তিন দলেরই পয়েন্ট সমান দুই হবে। তখন গ্রুপের সেরা দুই নির্ধারণে আসবে অন্য হিসাব নিকাশ।

সর্বশেষ সংবাদ

গণতন্ত্রের বাধা হাসিনা ও দেশের ভেতরের একটি পক্ষ : ফখরুল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১:৫৬
ইয়ুথ লিগে চ্যাম্পিয়ন তামিমের সাউথ জোন
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১:৫৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

গণতন্ত্রের বাধা হাসিনা ও দেশের ভেতরের একটি পক্ষ : ফখরুল
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ১০:০৬
গণতন্ত্র ফিরে পাওয়ার নিশ্চয়তা এখনো পাইনি: মির্জা ফখরুল
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৬:০৭
গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
  • বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ৫:৩৯
 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675