অনলাইন ডেস্ক: ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জুড়ে কদিন থেকে গুঞ্জন উঠেছে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ‘সীতা রামাম’ খ্যাত ভারতীয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। তাও কিনা আবার দক্ষিণী এক অভিনেতার সঙ্গে। সেই গুঞ্জনেই এবার পানি ঢাললেন ম্রুণাল।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে করা এক পোস্ট তিনি জানান, তিনি বিয়ে করবেন নিশ্চয়ই। কিন্তু এখনই নয়। গুঞ্জন ওঠা ওই তেলুগু অভিনেতাকে তিনিও খুঁজছেন যার সঙ্গে তার প্রেমের চর্চা।
ম্রুণালের কথায়, ‘‘গত কয়েক ঘণ্টা ধরে যারা যারা আমাকে জিজ্ঞেস করেছেন কোন তেলুগু অভিনেতার সঙ্গে বিয়ে করছি কি না, তারা সকলে আমাকে মাফ করবেন। আমি কোন সাহায্য করতে পারলাম না। কারণ, আমিও আসলে জানতে চাই কে সেই পাত্র যাকে নিয়ে আমার বিয়ের গুঞ্জন উঠেছে।’’
খানিকটা রসিকতা করেই শেষে ম্রুণাল বলেন, ‘‘আমি খুব শিগগির বিয়ে করব শুধু পাত্র বিয়ের তারিখ, আমাকে লোকেশন এবং ভেন্যু পাঠান এগুলো আপনারা ঠিক করে দিন।’’
গুজবটি শুরু হয়েছিল মূলত সম্প্রতি সম্পন্ন একটি অ্যাওয়ার্ড শোতে। যেখানে ম্রুণালের হাতে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার তুলে দেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বাবা এবং প্রযোজক আল্লু অরবিন্দ। ম্রুণালের হাতে পুরস্কার তুলে দিতে দিতে তাকে আশীর্বাদ করে তিনি বলেন, ‘‘আমি চাই ও হায়দরাবাদেই পাকাপাকি ভাবে থাকুক।’’ তারপর থেকে ছড়িয়ে যায় তেলুগু কোন অভিনেতার সঙ্গে তবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী।
২০১২ সালে এক জনপ্রিয় চ্যানেলের ধারাবাহিকে অভিনেত্রী হিসাবে পথচলা শুরু ম্রুণালের। ২০১৪ সালে একটি মারাঠি ছবিতে বড় পর্দায় অভিষেক হয় তার। তারপরে ২০১৯ সালে ‘সুপার ৩০’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন ম্রুণাল। এরপর ‘সীতা রামাম’ ও ‘জার্সি’র মত ছবিতে কাজ করে নিজের আলাদা অবস্থান তৈরী করে নিয়েছেন এই অভিনেত্রী।