• ঢাকা, বাংলাদেশ
  • ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

তারুণ্যের প্রত্যাশায় ফাঁকা বেলুন, যা বললেন কোচ

প্রকাশ: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩ ৮:২৭

তারুণ্যের প্রত্যাশায় ফাঁকা বেলুন, যা বললেন কোচ

অনলাইন ডেস্ক: বিশ্বকাপের চলতি আসরে দেশ সেরা ওপেনার তামিম ইকবালের মতো অভিজ্ঞ ক্রিকেটারকে রেখে তারুণ্যনির্ভর দল নিয়ে ভারত সফরে যায় বাংলাদেশ।

বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশ দলে সাতজনের অভিষেক হয়। এদের মধ্যে তাওহিদ হৃদয়, শরিফুল ইলাম, তানজিদ হাসান তামিমের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা রয়েছে।

আরও পড়ুনঃ  নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ

কিন্তু বড়দের বিশ্বকাপে নিজেদের মেলে ধরতে পারেননি তানজিদ হাসান তামিম-তাওহিদ হৃদয় ও শরিফুলরা। বড় মঞ্চে ভালো করার প্রত্যাশার চাপ থেকে এমন হয়েছে কিনা, তা জানা নেই কোচ চন্ডিকা হাথুরুসিংহের।

রোববার দিল্লিতে সংবাদমাধ্যমকে হাথুরুসিংহে বলেন, প্রত্যাশার ফাঁকা বেলুন কিনা এখানে হ্যাঁ বা না বললে, সেটা শুধুই অনুমান করা হবে। সত্যি বললে, আমি জানি না। এক্ষেত্রে একটা জিনিসই মনে হতে পারে, সবার উচ্চাশা। কারণ ক্রিকেটাররা, আমরা সবাই বড় মঞ্চে পারফর্ম করতে চাই। এটি এক ধরনের প্রত্যাশা। এটি চাপ হতে পারে। একটু বেশি চেষ্টা করার বিষয় থাকতে পারে।

আরও পড়ুনঃ  মেসির বার্সেলোনায় ফেরার গুঞ্জন কতটুকু সত্যি?

তিনি আরও বলেন, এসব থেকে আমরা শিক্ষা নেই। এই একটা বিষয়ই আমি বলতে চাই, আমাদের বসে দেখতে হবে কী কী ভুল হয়েছে। এমন নয় যে এক-দুজন ক্রিকেটারের ওপর প্রভাব পড়েছে। আমাদের অনেক ক্রিকেটার প্রভাবিত হয়েছে। তো সত্যি বললে এই মুহূর্তে আমি জানি না (কিসের প্রভাব পড়েছে পারফরম্যান্সে)।

সর্বশেষ সংবাদ

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম গ্রেফতার
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৫:০৪
ছাত্রদের নতুন দলের সঙ্গে আমি যুক্ত নই : আসিফ মাহমুদ
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৫:০৪
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675