স্টাফ রিপোর্টার: যৌন হয়রানির অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান চিকিৎসক রাজু আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, চিকিৎসক রাজুর বিরুদ্ধে আনিত যৌন হয়রানির অভিযোগ তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে ৩ সদস্যের একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এছাড়াও অভিযোগ তদন্তের জন্য যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ বিষয়ক অভিযোগ কমিটিকেও দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্প্রতি ডা. রাজু তার চেম্বারে রাবির এক নারী শিক্ষকের স্কুলপড়ুয়া মেয়েকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার পর রাজুকে মারধর করা হয়। পরে থানায় মামলা করা হয়েছে। তবে পুলিশ এখনও তাকে গ্রেপ্তার করতে পারেনি।