• ঢাকা, বাংলাদেশ
  • ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

অনেক আশা নিয়ে ভারতে এসেছিলাম : বাটলার

প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩ ১:৫৩

অনেক আশা নিয়ে ভারতে এসেছিলাম : বাটলার

অনলাইন ডেস্ক: বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের শনির দশা লেগেই আছে। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারার পর, বাংলাদেশের বিপক্ষে জয় পায় ইংল্যান্ড। কিন্তু এরপর টানা ৫ ম্যাচে হার তাদের। সর্বশেষ নিজেদের সপ্তম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৩৩ রানে হেরে সেমির আশা শেষ হয়ে গেছে ইংল্যান্ডের। অথচ কে ভেবেছিল টেস্টে আগ্রাসী ক্রিকেট খেলে হৈচৈ ফেলে দেয়া ইংলিশদের এমন দুরবস্থা হবে!
বর্তমানে ইংল্যান্ডের যা অবস্থা, তাতে করে শঙ্কায় ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা। বাটলার বলছেন অধিনায়ক হিসাবে কারোর কাছেই এটি ভালো বিষয় নয়। এছাড়া ব্যাট হাতে দলে অবদান রাখতে না পারার ব্যর্থতাও স্বীকার করছেন তিনি।

আরও পড়ুনঃ  তিন শর কথা বলে বাংলাদেশের টেনেটুনে ২৩৬

অস্ট্রেলিয়ার কাছে হেরে বাটলার বলেন, ‘আমি খুবই হতাশ। ম্যাচের পর আমরা এই বিষয়টি নিয়েই কথা বলছিলাম।তবে ব্যাটিংয়ে আরও বেশি উন্নতি করা দরকার, কিন্তু আমরা এখনও অনেকটাই পিছিয়ে রয়েছি। আপনি যখন ৩০ রানে হারেন তখন কোনও অভিযোগ থাকে না।’

আরও পড়ুনঃ  ১০ বছরের মধ্যে সবচেয়ে বাজে অবস্থানে মুশফিক, ৭৭ করেও অবনতি শান্তর

শিরোপা ধরে রাখার মিশন নিয়ে ভারতে এসেছিল ইংল্যান্ড। কিন্তু প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মেলাতে না পেরে চরম হতাশাই ঝরলো বাটলারের কন্ঠে, ‘একজন ক্যাপ্টেন হিসেবে আপনি এই অবস্থানে দাঁড়িয়ে আছেন এটা খুবই হতাশার। আপনি ভারতে এসেছিলেন অনেক আশা নিয়ে, আমরা নিজেদের প্রতি কোনও সুবিচার করিনি, সকলেই জানে আমরা কতটা পরিশ্রম করেছি। এই পরাজয়ের ভারটা আমাদের কাঁধে অনেক বেশি চাপ দিচ্ছে।’

সর্বশেষ সংবাদ

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম গ্রেফতার
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৫:০৪
ছাত্রদের নতুন দলের সঙ্গে আমি যুক্ত নই : আসিফ মাহমুদ
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৫:০৪
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675